যেখানেই পা রাখি থকথকে কাদা
যে পথে রওনা হই খানাখন্দে ভরা
পথিমধ্যে সেতুটিও ভাঙা_
আমার কেবলই ভুল হয়ে যায়।
যেখানে ধমক দেব সেইখানে হাসি
যে আমাকে ঘৃণা করে তাকে ভালোবাসি
যেই ঠোঁটে ঠোঁট রাখি আঠালো ভীষন
আনমনে ফেলে দিই পরম সঞ্চয়_
আমার কেবলই ভুল হয়ে যায়।
আমি বর্ষায় বর্ষাতি ঘরে ফেলে রাখি
শীত কাটে হাফহাতা শার্টে
আমি ভুল দরোজায় দিই টোকা
ভুল সম্মোধন করে চিঠি লিখি প্রেমিকার কাছে
আমার কেবলই ভুল হয়ে যায়।
আমি ভুল নৌকায় চড়ি
ভুল স্বপ্নে উড়ি
একপক্ষে থাকি একগুয়ে
বহুপক্ষ বড় দ্বিধা করি
যতই বাছাই করি নষ্ট সব হাতে উঠে আসে_
আমার কেবলই ভুল হয়ে যায়।
যে দিন বানান নিয়ে কথা হয়
সেদিনই ভুল করি সহজ বানান
ভুল জায়গায় বসি, ভুল অঙ্ক কষি
ভুল মানুষের কাছে বলি একান্ত গোপন_
আমার কেবলই ভুল হয়ে যায়।
আমার ভুলের নাও যায় ভেসে যায়
লেগেছে ভাটার টান মানে না দোহাই।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




