
যেমন, একদিন আমার প্রেমিকা আবদার জুরিয়া দিলেন যে, তাহার একটা বিরাট গরু ছাগলের হাটের মতন Assignment করিয়া দিতে হবে। তাকে আমি বরংবার বুঝাবার চেস্টা করতে লাগলাম যে, এটা করা মোটেও উচিৎ হবে না তাছারা তুমি পড় এক ইউনিতে আমি আরেক ইউনিতে। আমার কথা মাটিতে পড়িতে না পড়িতেই প্রমিকা আমার ঠোট উল্টাইয়া বলিলো, তুমি আমাকে আগের মতন আর ভালোবাসো না। এহেন তাৎপর্যপুর্ন মন্তব্য শুনিয়া আমি আকাশ থেকে পাতালে নামিয়া বলিলাম, এখানে ভালোবাসার প্রশ্ন আসলো কোথা থেকে??!!
সে যাই হোক, আমি আমার সামু বন্ধুদের গ্যথার্তে বলি, সুন্দর চেহারা দেখিয়া পটিয়া না গিয়া পকেটে সবসময় কয়েকটা বিগত বছরের IBA ভর্তি পরিক্ষার প্রশ্ন রাখবেন। যখনি কোথাও প্রেমের সম্ভাবনা দেখবেন তার হাতে প্রশ্ন খানা গছায় দিয়ে বলবেন, ৬০% নম্বর পেলে যুগাযুগ করিয়ো।
আর যাহারা অলরেডি এহেন কর্ম সাধন করিয়া ননক্রেডিট Assignment করিতেছেন। তাদের কে শুধু এই বলিয়াই সান্তনা দিতে পারি যে আমাদের রবি ঠাকুরও বোধহয় এমন ভুল করে ছিলেন। তাই তিনি বলেছেন,
সখি ভালোবাসা কারে কয়?
সেকি কেবলি যাতনা ময়?
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





