এই জমিনের প্রতিটি ইঞ্চি আজ মুসলমানদের পদভারে হাসছে
প্রতিটি ধূলিকণা আজ মুসলমানদের স্বাগত জানাচ্ছে
আলোকবর্তিকা নিয়ে ইনসাফ আবার মানুষের ময়দানে আসছে
এই জমিনের খেলাফত মুসলমানদের কাছে ফিরে আসছে
খেলাফত ফিরে আসছে
খেলাফত ফিরে আসছে
বহুদিনের জমানো অন্ধকার দূর হয়ে যাচ্ছে
আলো আসছে।
আলো আসছে।।
কাফিরদের বুক তাই কাঁপছে,
মুনফিকরা পালানোর পথ খুঁজছে,
আলোর সৈনিকরা পালানোর সব পথ অবরোধ করেছে।
আবু বকর, ওমর জান্নাত থেকে দেখছে
ইসলামের সোনালী দিন আবার আসছে
ওসমান, আলীর খলিফারা হক্বের জন্য লড়ছে
আল্লাহর হুকুমতের পতাকা উড়ছে
কুরআনের পতাকা উড়ছে
রসূলের পতাকা উড়ছে।।
(বিঃদ্রঃ ইসলামী আন্দোলনের কোন গ্রুপ বা সংগঠনের উদ্দেশ্যে নয় বরং সকল মু'মিন মুসলমানের ঈমান শাণিত করার জন্য কবিতাটি পেশ করা হলো)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





