[যারা অপেক্ষায় আছেন নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের হাদীসে বর্ণিত পাথরের কথা শুনবেন তাদের জন্য]
তোমরা কী সেসব পাথরের কথা শুনতে পাও না, যেসব পাথর ব্যবহৃত হচ্ছে ফিলিস্তীনীদের ইন্তিফাদায়?
তবে তোমরা তোমাদের আধ্যাত্মিক শ্রবণেন্দ্রিয়কে শক্তিশালী কর।
রাজনীতি থেকে 'শিরক' ও
অর্থনীতি থেকে 'সুদকে' পরিহার করে।
কারণ তা ইহুদীদের অস্ত্র;
যার আঘাতে তোমাদের অন্তর ও কর্ণগুলো হয়ে পড়ে বিকল আর
তোমাদের চক্ষুসমূহের ওপরও পড়ে যায় আস্তরণ;
যার ফলে দেশে দেশে তোমাদের ভাইদের হত্যা করা হয়
তোমাদের ওপর চাপিয়ে দেয়া হয় 'জুলুম।'
অথচ তোমরা তা দেখ না, শোন না
এবং অনুভবও কর না;
তোমরা মুসলমান হয়েও হয়ে পড়
জাহান্নামের উপযুক্ত।
তোমরা নেক য়ামাল কর ও গুনাহ থেকে বেঁচে থাক।
অতঃপর শ্রবণ কর পাথর ও বৃক্ষসমূহের বজ্রনিনাদ।
ঐ যে দেখা যায় ট্যাংকের সাথে লড়াইরত কিশোর
হাতে তার পাথর
কথা বলছে।
চাপা পড়া ছোট্ট শিশুর খন্ডিত শরীরের অংশবিশেষের উপর পাথরের স্তুপ
কথা বলছে।
পড়ুনঃ
রমজান পরবর্তী বার্তাঃ
ইনশাআল্লাহ আসিতেছেঃ
বাচ্চাদের জন্য বর্ণে বর্ণে জ্ঞানশিক্ষা
আপনার ছেলে, মেয়ে, ছোট ভাইবোন, ভাতিজার জন্য। এটাচড থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





