আমার সন্তানের পিতা হিসেবে এটা আমার জন্য অবশ্যকর্তব্য যে আমি আমার সন্তানকে ঈমান ও য়ামল শিক্ষা দিব। আমার প্রতি আমার সন্তানের এটা অধিকার যে সে আমার থেকে তার সৃষ্টিকর্তা ও পালনকর্তার পরিচয় লাভ করবে, নবী রাসূলগণের পরিচয়, ফেরেশতা ও জান্নাত-জাহান্নামের পরিচয় লাভ করবে। আমার থেকে সে কুরআন শিক্ষা লাভ করবে। সাথে সাথে দুনিয়া ও আখিরাতের সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় য়ামল যেমন, সালাত, সিয়াম, কুরআন তিলাওয়াত, কুরবানী ইত্যাদি শিক্ষা করবে। একই সাথে লেনদেন, চারিত্রিক উৎকর্ষতা ও ন্যায়নিষ্ঠতা শিক্ষা করবে। অতঃপর পৃথিবীতে চলাফেরার উপযোগী কোন বিষয়ে দক্ষতা অর্জনের চেষ্টাও সে করবে।
এজন্য আমার সন্তানকে শিক্ষা দেয়ার উদ্দেশ্যে ঈমানের কিছু বিষয় লিপিবদ্ধ করি যার নাম দেই "ছোটদের ঈমান শিক্ষা।" পিতা হিসেবে আমি চাই যেন আমার সন্তান দুনিয়ায় শান্তিতে থাকুক, আখিরাতেও শান্তিতে থাকুক। আমার সন্তান অনেক বাড়ী-গাড়ীর মালিক হয়ে যাক এটা আমি চাই না, আমি চাই আল্লাহতায়ালা তাকে যা দেন কম বা বেশী তাতে সে সন্তুষ্ট থাকুক। আমার সন্তানকে সমগ্র দুনিয়ার মানুষ চিনুক এটাও আমি চাই না, আমি চাই সে তার সৃষ্টিকর্তা ও পালনকর্তাকে চিনুক। উদ্ধত না হয়ে সে বরং বিনয়ী হোক।
লেখাগুলো হয়তো তার বয়স অনুপাতে কঠিন সন্দেহ নেই। কিন্তু আমি দেখেছি ঈমানের বিষয় বলেন আর য়ামলের বিষয় বলেন বাচ্চারা এগুলো বুঝে তাড়াতাড়ি। কারণ তাদের হৃদয় তখনো থাকে সতেজ। শিরকের গুনাহ থেকে মুক্ত। হাদীস শরীফে এসেছে যার জীবনের প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কালিমাও লা ইলাহা ইল্লাল্লাহ সে যদি হাজার বছরও বাঁচে তবু তার গুনাহ সম্পর্কে প্রশ্ন করা হবে না। অর্থাৎ জীবনের শুরু থেকেই ঈমান শিক্ষা দিতে হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার এই সন্তানটা কখনো নাস্তিক হবে না। দু'-পাঁচ পয়সার জন্য ঈমান বিক্রী করে দিবে না। বরং তাকে দেখে হাজার হাজার মানুষ ঈমান আনবে। তাদের য়ামল আখলাক সুন্দর হবে। পৃথিবীতে সকলেই শান্তিতে থাকবে।
তো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ "ছোটদের ঈমান শিক্ষা" প্রকাশ করা হবে। যদি ভালো লাগে তাহলে দয়া করে ডাউনলোড করে প্রিণ্ট করে আপনার সন্তানের জন্য, প্রিয়জনের জন্য ব্যবহার করতে পারেন। ইতিমধ্যেই প্রথম পর্ব "কালিমা তাইয়্যিবা" কোন ঘোষণা ছাড়াই প্রকাশিত হয়েছে, যার লিঙ্কঃ
কালিমা তাইয়্যিবা
আল্লাহ রব্বুল য়ালামীন দয়া করে, মায়া করে আমাদের ছোট ছোট য়ামলগুলোকে কবুল ফরমান। আমাদের সন্তানাদিকেও কবুল ফরমান। আমীন।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




