এটি ছোটদের ঈমান শিক্ষার ধারাবাহিক লেখা।
পড়ুনঃ
ছোটদের ঈমান শিক্ষা,
কালিমা তায়্যিবা,
আল্লাহ্তায়ালার পরিচয়,
ফেরেশতাদের পরিচয়,,
নবীদের পরিচয়।
ঈমান
আমরা ঈমান আনি মহান আল্লাহ্তায়ালার একত্ব ও সার্বভৌমত্বের প্রতি এবং তাঁর সকল গুণসমূহের প্রতি, তাঁর ফেরেশতাগনের প্রতি, তাঁর প্রেরিত নবী-রাসুলগণের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, ভাগ্যের ভালমন্দ আল্লাহ্ তায়ালার হাতে এ কথার প্রতি, আখিরাতের প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি।
আসমানী কিতাবের পরিচয়
আল্লাহ্তায়ালা অনেক নবীর উপর আসমানী কিতাব প্রেরণ করেছেন। যেন নবীরা আল্লাহ্ প্রদত্ত এলেম মানুষকে শিক্ষা দিতে পারেন। তার মধ্যে চারটি কিতাব প্রসিদ্ধ। যেমন হযরত দাউদ য়ালাইহিস সাল্লামের উপর যাবুর, হযরত মূসা য়ালাইহিস সাল্লামের উপর তাওরাত, হযরত ঈসা য়ালাইহিস সাল্লামের উপর ইনজীল এবং হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লামের উপর কুরআন শরীফ নাযিল হয়। এছাড়া আরো অনেক নবীর উপর ছোট ছোট কিতাব বা সহীফা নাযিল হয়। আমরা সকল আসমানী কিতাবের উপর দৃঢ় ঈমান রাখি। কুরআন হলো আল্লাহ্তায়ালা প্রেরিত পূর্বের সমস্ত কিতাবের সমর্থক এবং বর্তমানে আল্লাহ্তায়ালার একমাত্র মনোনীত আসমানী কিতাব। পূর্বের সমস্ত কিতাবের কার্যকারিতা আল্লাহ্তায়ালা বন্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সকল মানুষের হেদায়েতের কিতাব হলো এই কুরআন। এই কিতাব সম্পর্কে আল্লাহ্তায়ালা বলেন,
ذَٰلِكَ ٱلۡكِتَٰبُ لَا رَيۡبَۛ فِيهِۛ هُدٗى لِّلۡمُتَّقِينَ
"এ সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই। যারা আল্লাহ্তায়ালাকে ভয় করে এ কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক"। (সূরা বাকারা, আয়াতঃ ২) অর্থাৎ সেসব ঈমানদার ব্যক্তি যারা নামায কায়েম করে, আল্লাহ্-র রাস্তায় খরচ করে এবং যারা রসূল (সাঃ) এর উপর নাযিলকৃত কোরআন এবং পূর্বের নবীগণের উপর নাযিলকৃত কিতাবসমূহে দৃঢ় ঈমান রাখে, এবং আখিরাতে যারা দৃঢ় বিশ্বাসী। আমাদের সবারই উচিত সহি-শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিক্ষা করা। এরপর প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করা। হাদীস শরীফে এসেছে, (ফরজ ইবাদতের পর) কুরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। সবচেয়ে ভালো হয় কুরআন হেফজ্ করে ফেলা। মাদ্রাসা এবং মসজিদে গিয়ে আলেমদের থেকে কুরআনের জ্ঞান শিক্ষা করা। আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম মানুষের মধ্যে কে সর্বোত্তম তা বলেছেন, "তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বোত্তম যে নিজে কুরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয় (বোখারী)।" রসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম বলেন, যার মধ্যে কুরআনের কিছু অংশ নাই সে যেন একটি উজার ঘর (তিরমিযী)। রসূল সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম এবং তার সাহাবারা তাদের জীবনে কুরআন যেভাবে অনুসরণ করেছেন আমরাও চেষ্টা করব সেভাবে অনুসরণ করার জন্য। এজন্য হাদীসের ব্যাপক জ্ঞান অর্জন করা দরকার। আল্লাহ রব্বুল য়ালামীন আমাদের তৌফিক দান করুন। আমীন।
পড়ুনঃ
ভালবাসি কুরআনকে
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




