জাপানি ভাষায় হাইকু মানে দু'এক লাইনের কবিতা। দু'এক লাইনের কবিতা হলে দু'এক লাইনের জোকস হতে দোষ কী? সেই সূত্রে 'হাইকু জোকস' মানে দু'লাইনে জোকস।
স্ত্রী : ছি ছি তুমি আরেকজনের সঙ্গে প্রেম করছ?
স্বামী : তুমিই না বললে বিয়ের পর প্রেম দ্বিগুণ করতে।
রাজনীতিবিদ ও বাচ্চাদের ন্যাপকিনের মধ্যে পার্থক্য কী?
- দুটোই ঘন ঘন বদলাতে হয় এবং একই কারণে।
- মেয়েদের প্রতি ছেলেদের আগ্রহ কোথায়?
- সব ছেলেরই মেয়েদের ইতিহাস থেকে ভূগোলে আগ্রহ বেশি থাকে।
- কোরবানি ঈদে কী কোরবানি দিলি?
- দিয়েছিলাম গরু, কিন্তু অন্যদেরটা দেখে নিজেরটাকে ছাগল মনে হচ্ছে।
- ডার্লিং আমি তোমায় ভালোবাসি।
- একটা ভালো বাসায় তো আগে উঠাও।
- আপনার এক ছেলে এত কালো, আরেকজন এত ফর্সা কেন?
- একজন কাজ করে কয়লার খনিতে, আরেকজন ময়দার কারখানায়।
- লোহার মতো শক্ত কিন্তু গর্তে ভরা জিনিসটা কী?
- শিকল।
- ছেলে : মা, বাবা কী খুব লাজুক?
- মা : উনি লাজুক না হলে তোর বয়স আরও ছয় বছর বেশি হতো।
- হোটেল গেস্ট : এ রুমেই চলবে। তবে একটা অ্যাটাস্ট বাথরুম লাগবে।
- হোটেল রিসেপশনিস্ট : এটা রুম নয়, এটা আমাদের লিফট।
- তোমার রান্না মোটেও আমার মায়ের মতো না।
- তোমার বেতনও মোটেই আমার বাবার মতো না।
- বলেছিলেন গুলি ১০০ গজ যাবে, এখন দেখছি ৫০ গজ গেছে।
- বন্দুকটা তো দোনলা, দুটো মিলিয়ে তো ওই ১০০ গজই হয়।
- আমার লেখা গল্পটাতে ফিনিশিং টাচ দেয়া যায় কোন কলমে?
- একটা দেয়াশলাইয়ের কাঠি দিয়ে দিলে কেমন হয়?
মা : আরেকটা ছোট্ট ভাই চাও।
- ওয়েস্টার্ন ছবি দেখায় মগ্ন ছেলে : আমি একটা ঘোড়ার বাচ্চা চাই।
স্ত্রী : ওগো, বল না আমায় কখন বেশি সুন্দর লাগে?
স্বামী : যখন তুমি বাপের বাসায় থাক।
- মাথার চুল পড়ে যাচ্ছে, কী করি বলতো?
- কি আর করবি? একটা ঠোঙ্গায় ভরে রাখ।
- এত জোরে মোটরসাইকেল চালাস না। আমার ভয় করে।
- ভয় বেশি পেলে আমার মতো চোখ বন্ধ করে রাখ।
- অবসর সময়ে গোসল করা উচিত।
- সেরেছে! অবসর নেব সেই ৫৭ বছর বয়সে।
আহসান হাবীবের 'হাইকু জোকস' থেকে সংগৃহীত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




