তোমার মনের শরৎ আকাশে জমেছে কি ধুসর মেঘ? না কি ছুটি নিয়েছে সকল সুখেরা? না কি হারিয়ে ফেলেছ নিজেকে, চলতি পথে কোন গানচিলের চোখে? নাকি তোমার শীতল পদছাপ এখনো গেথে আছে সমুদ্র তটে? দেখোনি ভোরের পাখিদের মুখরতা? শোননি প্রেমিকের মিথ্যে স্বপ্ন কথা?
কোথায় স্বপ্ন ভাঙ্গে উৎসবের পরে, অন্ধকারের মৃত স্বপ্নে? আলোগুলো জ্বলতে থাকে রাতশেষের বিবর্ণতায়! ওখানে সত্যেরা মৃত, কেবল মিথ্যের বেষ্টনী, নীল শুন্য আধার চারিদিকে। বৃষ্টির মাঝে দিয়ে তুমি হেটে চলে গেছ... তবু আমি চেয়ে আছি তোমার চলে যাওয়া পথে, কিছু বিমুর্ত সম্ভাবনার আশায়।
স্তব্ধতার গানে মুখর পৃথিবী, শুন্য সব আকাঙ্ক্ষা। ওখানে বিষন্নতা বড় বেশী। তোমার চলে যাওয়ায় সবাই শিহরিত! আলোর শেষে এসে দেখি তুমি নেই কোথাও, শুধু আধার উৎস। তবুও আছে ভোরের শিশির, হেমন্তের সবুজ ঘাসে। এখনো নেভেনি উৎসবের আলো, তবুও আধার চারিদিকে।
অভিমানে পাতাগুলো ঝরে গেলেও সব প্রহর শেষের স্বর্ণালী আলো নেভেনা কখনো। নিভে যায় মানুষ, নিঃসঙ্গতায়, একাকিত্বে। তবুও চলছে পৃথিবী পুরোনো নিয়মে। বৃষ্টি মানে তোমার হেটে যাওয়া নগ্ন পায়ে, ভেজা বালি মাড়িয়ে, সমুদ্রের পাশে... এই স্বপ্নের কী অর্থ আছে?
তোমার শেষ পদচিন্হ গুলো এখনো বলে আমায়-
এখনো স্বপ্নেরা শেষ হয়ে যায়নি, এখনো আমি আছি তোমার পাশে।।
আধো গল্প, আধো কবিতা, এ দুয়ে মিলে গল্পিতা... "গল্পিতা" শব্দটির জন্য ব্লগার শ্রাবণের ফুল'র কাছে কৃতজ্ঞ।
৩১.০৮.২০০৭
© দি ফ্লাইং ডাচম্যান
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




