
এখানে লুকিয়ে রাখা
(১)
এখানে লুকিয়ে রাখা প্রতিবিম্বের পাশে
মৃত স্বপ্নের সমাধি গড়ে
কেন যেতে চেয়েছিলে আলোর মিছিলে?
অথচ রোদের তীব্র দহন ছিলনা,
সে মিছিলেও জ্বলেনি কোন আলো
তবুও হেটে গেলে পাতাঝরা পথে
মুখোশে ঢাকা বর্ণহীন চোখে
দেখনি কী স্বপ্নভাঙ্গা জনপদে
রিক্ত-শুন্য মানুষ তোমারই অপেক্ষায়
নিশ্চুপ জেগে থাকে মশাল জ্বেলে
এদের ফেলে তুমি কোথায় হারাতে চেয়েছিলে?
এখানে লুকিয়ে রাখা চিহ্নে
নীড়হারা জনপদে
কেন তবে বিক্ষত হয়েছিলে?
১৬.১১.২০০৮
(২)
সেই পুরনো সময়ে ফিরে এসো
ছুয়ে দেখ অতীতের পাতা
বুনো গন্ধমাখা রোদের স্পর্শে
পেতেও পার কোন বারতা
চেয়ে থেকে তবু
তীব্র লোভে (আলোর তৃষ্ণায়)
ঐ দেয়ালিকায়, প্রাচীন শ্যাওলায়
চেয়ে থেকো তুমি
অজানা মোহে (তৃষ্ণার্ত তুমি!)
বিচ্ছিন্নতায়, অস্পৃশ্যতায়
তোমার জন্য সেখানে তীব্র ঘৃণা
তোমার জন্য সেখানে তৃষ্ণার্ত বুনোপথ
তুমি ফিরে এসো
ফিরে এসো
এখানে, এই এপিটাফের শরীর জুড়ে
হিম মৃত্যুকে উপভোগ করো
ফিরে এসো
আহত পাখির আর্তনাদে
সেই অভিশপ্ত দেয়ালের প্রাচীনতায়
তোমার জন্য সেখানে স্তব্ধ সময়
তোমার জন্য সেখানে নির্ঘুম চোখ
তুমি ফিরে এসো
এখানে লুকিয়ে রাখা চিহ্নে
বিক্ষত বুকে, নীড়হারা জনপদ ছেড়ে
আলোর শহরে কেন হারাতে চেয়েছিলে?
জানতে না কি তুমি-
এই এপিটাফ, এই দেয়াল তোমার অপেক্ষায় থাকবে?
একদিন তোমাকে ফিরে আসতেই হবে!
১৩.০৫.২০১১
© দি ফ্লাইং ডাচম্যান
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




