হে আল্লাহ তুমি জম্ম মৃত্যুর মালিক,
তুমি যেমন জীবন দিয়েছ তেমনি তা আবার তোমার কাছেই সমর্পিত হয়
সাভারে মর্মান্তিক দুর্ঘটনায় যেসব ভাই-মা-বোন ইন্তেকাল করেছেন তুমি তাদের জান্নাত বাসী কর,
যেসকল স্বজনেরা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছে তাদের তুমি কষ্ট কাটিয়ে উঠার শক্তি দাও এবং সেইসব অভাগা পরিবারের রুটি রুজি ভাগ্যের দরজা তুমি খুলে দাও।
যারা আহত আছেন তাদের তাড়াতাড়ি সুস্থ করে দাও ও তাদের ভবিষ্যতকে সুন্দর কর।
যেসব লোভী মানুষের কারনে আজ হাজার হাজার দরিদ্র মানুষের ওপর এই দুর্যোগ নেমে এসেছে তাদের তুমি কঠোর শাস্তি নিশ্চিত কর।
আমাদের দেশ ও জাতিকে ভবিষ্যতে এইপ্রকার কলংক থেকে মুক্তি দাও ।
আমীন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




