নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই, তোল বন্ধু আমার কেহ নাই। ।
চিকন ধুতিখানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ
না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ। ।
অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ
হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। ।
প্রেমেরও মুরালী বাজাতে নাহি জানি, না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর, না পারি বান্ধিতে সুর। ।
নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই, তোল বন্ধু আমার কেহ নাই। ।
------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




