মুক্তিযুদ্ধা আলী আমানকে লাথি দিয়ে যে সংগঠনটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তার নাম "জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদে"। সংগঠনটির পিছনে কাজ করছে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাজাকার আলবদর নামক পাকিস্তানী আর্মির সহকারী বাহিনীর সংগঠন জামায়াত।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জাতীয় সন্মেলনের পর বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট থেকে জানা যায়ঃ-
১) পরিবর্তিত পরিস্থিতিতে যখন যুদ্ধাপরাধীর বিচারের দাবী ক্রমশ জোড়ালো হচ্ছে তখন মুক্তিযুদ্ধাদের বিভ্রান্ত করা আর দেশের মানুষকে বোকা বানানোর প্রচেষ্টা হিসাবে গত ২৬ জানুয়ারি এ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে এ/১১ শ্যামলী হাউজিং, আদাবরে একটি বাড়িতে এর প্রধান কার্যালয় ছিল। গত মাসে সেটি ১১৬/২ নয়া পল্টনে স্থানান্তর করা হয়। পল্টন থানা জামায়াতের সাবেক আমির সিরাজুল হকের পল্টন মানব শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের একটি কক্ষ সাবলেট (ভাড়াটের কাছ থেকে ভাড়া নেওয়া) নিয়ে কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করা হয়েছে। সিরাজুল হকও এই সংগঠনের উপদেষ্টা।
২) সংগঠনটির সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রায় সবাই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।
৩) "জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদে"র প্রধান তিন নেতা মুক্তিযুদ্ধা হিসাবে যে পরিচয় দিয়েছে - তা ভুয়া প্রমানিত হয়েছে।
৩.ক) জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের গঠনতন্ত্রে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দীনের মুক্তিযুদ্ধকালীন দায়িত্ব হিসেবে লেখা আছে ‘৮ নম্বর সেক্টর হেডকোয়ার্টারের ক্যাম্প কমান্ডার’। ‘আপনি তো ৮ নম্বর সেক্টর হেডকোয়ার্টারের ক্যাম্প কমান্ডার ছিলেন’। ৮ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব·) আবু ওসমান চৌধুরী। প্রথম আলোকে তিনি জানান, কল্যাণীতে তাঁদের কোনো প্রশিক্ষণ ক্যাম্প ছিল না। কাজেই কেউ সেই প্রশিক্ষণকেন্দ্রের কমান্ডার বললে সেটা মিথ্যা বলা হবে। সেখানে ৮ নম্বর সেক্টরের প্রশাসনিক সদর দপ্তর ছিল। এর বাইরে কল্যাণীতে তাঁরা কিছু বাড়ি ভাড়া করেছিলেন। সেখানে এই সেক্টরের কর্মকর্তাদের পরিবার থাকত।
৩.খ) মোসলেম উদ্দীন জানিয়েছেন, তাঁর বাড়ি পাবনা শহরে। পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল লতিফ সেলিম জানান যে, তিনি মোসলেম উদ্দীন নামের কোনো মুক্তিযোদ্ধা কমান্ডারকে চেনেন না বলে জানান। তিনি বলেন, ‘এই নামে পাবনার কোনো বড় মুক্তিযোদ্ধা থাকলে আমরা তো জানতাম।’ পাবনায় বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট-বিএলএফের (মুজিব বাহিনী) সেকেন্ড-ইন-কমান্ড ও বর্তমানে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহুরুল ইসলাম বিশুও জানিয়েছেন, পাবনায় ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দীন নামের কোনো মুক্তিযোদ্ধা কামন্ডার নেই।
৪) জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সহসভাপতি ইঞ্জিনিয়ার আবদুর রবের মুক্তিযুদ্ধকালীন দায়িত্ব হিসেবে দলীয় গঠনতন্ত্রে ‘ক্যাম্প কমান্ডার’ লেখা আছে। ওই সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব·) সি আর দত্ত বলেছেন, ইঞ্জিনিয়ার আবদুর রব নামে তাঁর অধীনে কোনো কমান্ডার ছিল না; এমনকি কৈলাসটিলায় মুক্তিযোদ্ধাদের কোনো ক্যাম্পও ছিল না।
৫) সংগঠনটির আরেক সহসভাপতি ফজলুল হকের মুক্তিযুদ্ধকালীন দায়িত্ব হিসেবে লেখা আছে ‘এফ এফ সাব সেক্টর কমান্ডার এবং থানা কমান্ডার’। প্রকৃত ইতিহাস হলো নোয়াখালী এলাকার সাব সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল (অব·) জাফর ইমাম। জনাব জাফর ইমাম জানান, ‘বৃহত্তর নোয়াখালীর সাব সেক্টর কমান্ডার ছিলাম আমি নিজে। আর বিএলএফের (মুজিব বাহিনী) নোয়াখালী কমান্ডার ছিলেন বেলায়েত। তিনিও আমার অধীনে যুদ্ধ করেছেন। এখন কেউ যদি নিজেকে সাব সেক্টর কমান্ডার দাবি করেন, তাহলে বুঝতে হবে সে লোকটা ভুয়া। তিনি স্বাধীনতার বিরুদ্ধশক্তির কমান্ডার হতে পারেন। এর বিরুদ্ধে আমরা পুলিশের সহায়তা নেব।’
৫.ক) লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হুমায়ুন কবীর তোফায়েলও প্রথম আলোকে বলেছেন, ফজলুল হক নামে লক্ষ্মীপুরে কোনো কমান্ডার ছিলেন না।
৬) জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের গঠনতন্ত্রে মোট ৪২ জনের নাম আছে, যাঁদের পরিচয় দেওয়া আছে মুক্তিযোদ্ধা হিসেবে। এর মধ্যে নির্বাহী কমিটির সদস্য হিসেবে ১৪ জনের নাম আছে। তাঁদের একজন কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও কিশোরগঞ্জ ওয়ালীনেওয়াজ খান কলেজের শিক্ষক মুসাদ্দেক ভূঁইয়া। ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সংগঠনের গঠনতন্ত্রে তাঁর পরিচয় ১১ নম্বর সেক্টরের যোদ্ধা হিসেবে উল্লেখ আছে। তবে জানতে চাইলে তিনি কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন, তা বলতে পারেননি। তিনি জানান, ‘তখন তো নবম-দশম শ্রেণীতে পড়তাম; মুক্তিযুদ্ধের পর আবার ছাত্রজীবন, পরে ’৭৭ সালে অন্য রাজনীতিতে (জামায়াত) যুক্ত হয়ে গেলাম। তখন আর এ বিষয়ে খোঁজখবর নেইনি।’ তিনি দাবি করেন, ভৈরবের কাছে নরসিংদীর বেলাব থানার নারায়ণপুরে একটি ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। ভৈরব, নারায়ণপুর, কালিকাপ্রসাদ এলাকা থেকে তথ্য সংগ্রহ করতেন। তবে তাঁর কাছে কোনো অস্ত্র থাকত না। তবে ভৈরব মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন শাহজাহান প্রথম আলোকে জানিয়েছেন, মুসাদ্দেক ভূঁইয়া নামে ভৈরবে কোনো মুক্তিযোদ্ধা কখনোই ছিল না। আর নারায়ণপুর বেলাব থানায় হলেও মুক্তিযুদ্ধের সময় এ জায়গাটি তাঁদের অধীনে ছিল এবং সেখানে মুক্তিযোদ্ধাদের কোনো প্রশিক্ষণকেন্দ্র ছিল না। কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মো· আসাদুল্লাহ্ জানান, জামায়াতের নেতা মুসাদ্দেক হোসেনের নাম মুক্তিযোদ্ধা তালিকায় কখনোই ছিল না।
(কৃতজ্ঞতা - দৈনিক প্রথম আলো)
ছবি - ১৯৭১ সালে আলবদরের সমাবেশে বত্তৃতা দিচ্ছে আলবদর কমান্ডার মুজাহিদ (সৌজন্যে - ডেইলি স্টার)
জামায়াতের "জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদে"র একটি ক্লাসিক ভন্ডামীর উদাহরন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট
পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট

পানি জীবনের মূল উৎস। এটি ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেন:
وَجَعَلۡنَا... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
হাদিকে shoot করে লাভবান হলো কে?

শরিফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।