পূর্ব পোস্টের সাথে মিলিয়ে পড়লে আপনার সুবিধা হবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগার পাশাপাশি পাশাপাশি কেন হয়, কীভাবে হয় জানাটাই উত্তম। অগ্রিম ধন্যবাদ ও ইদ(মতান্তরে ঈদ) মোবারক।
কোন কোন শব্দের ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য হবে না?
উ. : নিচের ক্ষেত্রগুলোতে ণ-ত্ব বিধান প্রযোজ্য হবে না :
১. শব্দটির মূল সংস্কৃত না হলে। যেমন- লন্ঠন, দরুন।
২. শব্দটি সমাসবদ্ধ হলে। যেমন- ত্রিনয়ন, র্সবনাম, দুর্নাম, দুর্নীতি।
৩. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না। যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
দরুন/দরুণ- কোনটি শুদ্ধ? কেন?
উ. : ণ-ত্ব বিধানের ২ নম্বর নিয়ম অনুসারে মনে হওয়া স্বাভাবিক যে দরুণ-ই শুদ্ধ।
কারণ ‘দরুণ’এ ‘র’ এর পর স্বরবর্ণ(দরুণ = দ্ + অ +র্ + উ +ণ), তারপর ‘ণ’ হওয়াই স্বাভাবিক। কিন্তু ণ-ত্ব বিধান কেবল তৎসম শব্দের(যেসব শব্দের মূল সংস্কৃত) ক্ষেত্রে প্রযোজ্য।
আমি সবাইকে জানিয়ে রাখতে চাই ‘দরুন’ শব্দটির মূল সংস্কৃত নয়। এটি ফারসি(পারসি) থেকে বাংলায় ঢুকেছে। কাজেই দরুন-ই শুদ্ধ।
লন্ঠন/লণ্ঠন- কোনটি শুদ্ধ? কেন?
উ. : বাংলা ভাষার ব্যাকরণ(নবম-দশম শ্রেণি) বইয়ে ণ-ত্ব বিধান অংশে ‘লণ্ঠন’ শব্দটি উদাহরণ হিসেবে দেওয়া আছে।
কিন্তু বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে দেখা যায়, ‘লন্ঠন/লণ্ঠন’ শব্দটি ইংরেজি lantern থেকে এসেছে। কাজেই শুদ্ধ বানান হবে ‘লন্ঠন’।
মূলত বানান নিয়ে মাতামাতি থেকে নেওয়া এই লেখাটি। সকলকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





