বাকশাল !!! বাকশাল!!! বাকশাল!!!
চারিদিকে শুধু বাকশাল এর কথা শুনি......
বাকশাল বিরোধীতায় মুখর দেশপ্রেমিক ব্লগার ভাইদের বলছি,
দেশে নাকি বর্তমানে ৭০% বাকশালী শাসন চলছে, আর ৩০% হলেই নাকি পুরোপুরি বাকশাল হয়ে যাবে
যারা যারা বাকশাল সম্পর্কে জানেন তাদের কাছে একটু সাহায্য চাইছি।
দয়া করে বুঝিয়ে বলবেন কি কি হচ্ছে এই সরকারের আমলে যাতে এটা বাকশালী শাসন হয়ে যাচ্ছে, আর কি কি না হলে বাকশালী হতো না একটু বলবেন, যা ৭৫ এর পরবর্তী কোন সরকারের আমলে হয়নি।
শুধু টু দ্যা পয়েন্ট এ বললেই হবে।
জানার কোন শেষ নাই............তাই জানতে চাচ্ছি।
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ (মডিফাইড)
- বাকশালী ও তাদের দোসর বৃন্দ, এখানে উকি দিতে পারেন কিন্তু লেদাবেন না সাবধান।
- প্রত্যাশিত (ব্লগের জনপ্রিয় ও দেশপ্রেমিক ব্লগারদের) উত্তর দাতাদের কাছে যোগ্য উত্তর না পাওয়া পর্যন্ত, এই প্রশ্ন পুনঃ পুনঃ প্রচার হইবেক।
-এই জন্য ফাহীম_দেওয়ান কোনরুপ দায় -দ্বায়িত্ব নিবেনা।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১২ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



