ব্লগে কিছু বুনো ছাগু চড়ে বেড়াচ্ছে, শাথে তাদের হিজড়া রক্ষিতারাও আছে যারা কল্প কাহিনী দিয়ে সবাইকে বুঝাতে চাচ্ছে যে শাহবাগে চলছে গাঞ্জার আসর। আবার কেউ বোঝাচ্ছে এটা একটা অহেতুক কান্ড।
সবাই আসেন বুনো ছাগুদের লিষ্টী দেন যাতে আন্দোলন সফল করে সবাই যখন ঘরে ফিরবে তখন এদের উষ্টার উপর রাখা যায়। ----------
আমি কয়েক্টাকে লিষ্টে রাখছি -
১) ইসমাইল (লিঙ্কটা হারিয়ে ফেলেছি) সার্চ করে পাচ্ছিনা। মনে হয় ডুব দিয়েছে
২) এফ এম-৯৭
৩) Ali Khan Russell
৪) কমজান্তা
পোষ্ট আপডেট হতে থাকবে.........।।
শাহবাগ আজ উত্তাল, রাজশাহী, সিলেট, চিটাগং, খুলনা সরবোপরি সারা দেশ আজ উত্তাল এক্টাই দাবীতে।
আর এই সুযোগে খেকশিয়ালের দল, জোট বেধে নেমেছে ব্লগে, ফেসবুক এ। যে সকল দেশপ্রেমিক, সাধারণ মানুষেরা আসতে পারেন নি, তারাও উদ্গ্রীব হয়ে আছেন আন্দোলনের খবর নিতে। টিভি, পত্রিকা আর অনলাইনএ হুম্রি খেয়ে পড়ে আছে নাওয়া খাওয়া ভুলে। আর সেই সুযোগ টাকেই কাজে লাগাচ্ছে এই খেকশিয়ালের দল (৭১ এর রাজাকার হায়েনাদের বিবর্তিত ভার্সন)। মিথ্যা, ভন্ডামি, প্রপাগান্ডা, অশ্লীল কথা আর কুরুচি পুর্ন পোষ্ট প্রশব করে ব্লগ ভাসিয়ে দিচ্ছে। আজ মনে হয় সোনা ব্লগ তার খোয়াড় থেকে সব কয়টা বুনো শূয়োরকেও ছেড়ে দিয়েছে নির্বিঘ্নে চড়ে বেড়াতে। যাতে সাধারণ মানুষ গুলো বিভ্রান্ত হয়।
আরে বেজন্মাদের দল, মনে রাখবি দেশপ্রেম কোন প্রপাগান্ডার কাছে হার মানে না। গনজোয়ার কোন হুমকি আশফালনে থেমে থাকেনা।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



