একটি গ্রাম বাংলার ছবি, মন মাতানো ধাঁনের সবুজ পাতা গুলো
আনন্দে আত্মহারা বালক গুলো, মনে হচ্ছে আকাশে ডানা মেলে উড়ার প্রচেষ্টা
সুর্য্যি মামার কিরণ।
বেশি যুলুম হয়ে যাচ্ছে বেচারা নৌকার উপর।
মিনি নদী
সিলেটের একটি চা বাগানের দৃশ্য
মুহূর্তে মুহূর্তে আলো ছড়ায় সম্মুখে চলার পথে
নিঃশঙ্ক চিত্তে হেঁটে যাই দ্বিধাহীন পেছন ফিরিনা কখনো
সবুজ ঐশ্বর্য, মাঠে মাঠে শস্য সম্ভার স্বপ্ন আশা রাশি রাশি
সুখ স্পর্শ মায়ের মুখে স্নিগ্ধ হাসি।
ভাইয়ের বোনের আদর প্রিয় সান্নিধ্য ভালো লাগা অনুভব
হৃদয়ে মমত্ববোধ সবই ছড়ায় স্বাধীনতা,
সুখের ঐশ্বর্য,প্রিয় শব্দ স্বাধীনতা
পাল তুলে চলছে মাঝি
আমার প্রিয় ব্যক্তিরা কৃষক, ধাঁন নিয়ে অনন্দে বাড়ি পিরছে।
বাহ্! পতাকা কি সুন্দর ভাবে সাজানো।
এটা কী?? কোফা বাঘ কয় মনে হয়।
বছর অতীত হলো ফিরে দেখি আপনার পানে,
কি পেয়েছি কি দিয়েছি চুলচেরা হিসাবের খাতা,
খুলে ধরি চোখের সামনে। উল্টাই প্রতিটি পাতা
হাসির ও কান্নার বার্তা দুটি ফিস ফিস করে কানে।
হোঁচট খেয়েছি কতবার আর কতবার খাড়া
করে দেহমন ইস্পাতের মত হয়েছি কঠিন,
অনায়াসে কেটেছে সেইসব দুর্দিন সুদিন,
মনো ক্যামেরায় তুলাছবিচেতনাকে দেয় নাড়া।
চেয় চেয়ে দেখি ফুল বাগানে ফসলের মাঠ
জেগে ওঠে প্রাণ আনিন্দ; হাসিতে খুশিতে
এসেছে মৌসুমের ঋতু আমারে দুহাতে ধরা দিতে
ডাস্ট বিনে কে ফেলেছে এত বর্জপ্রাণ ভয়ে কাঠ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





