বিশ্বাস খাইলেন না?
আজকের আংরেজি শিক্ষা কেলাস এইখানেই শেষ করণের ইচ্ছা ছিল..... তয় অনেকে মাইন্ড খাইবেন দেইখা আসুন আরেকটা আংরেজি শিখি....
কেলাসের সাথে সাথে ইনস্ট্যান্ট কুইঝ: বলতো চান্দু Daughter of Island
যাগো মাথার উপরে দিয়া গেল, যাইতে দেন, Island কবে বাচ্চা পয়দা করলো, তাও আবার Only One ডঠার, সেইডা আমগো মাথার উপ্রে দিয়াই যাইবো
আংরেজ কেলাস শেষ, এবার শিখুম হাদীস । বেশি না, চারডা মাত্র, শুরুতে পাচটা ছিল, তয় হের হাজবেন্ড মনে হয় পায়ের তলা নোংরা করতে চায়না
পেনড্রাইভের রেকর্ড ভাঙ্গনের চান্স দেখা যাইতেছে, হাফ চেন্চুরী এই হৈল বৈলা, ফুল সেন্চুরী হওনের আগে পুস্ট ডিলিট করলে মডুগোরে মাইনাস
নির্ঘন্ট ১: প্রোফাইলে ঝোলানো ছবিটার সত্যিকারের অধিকারিণীর প্রতি সামান্য সৌজন্যতাবশত: ছবিখানা blur করা হৈল।
নির্ঘন্ট ২: কমেন্ট মুছে দিয়ে এই ক্যাচাইল্লা পোস্ট দিতে বাধ্য করায় পোস্টুদাতা হিজরারে রে ধইন্যাপাতা
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




