লেখক হিসেবে সব ব্লগারের আকাঙ্ক্ষা একটাই- তাঁর পোস্টটি অধিক পঠিত হবে ও ঝাঁকে ঝাঁকে মন্তব্য পড়বে তাতে।
আর মন্তব্যকারী হিসেবে আপনার-আমার- সব ব্লগারের আকাঙ্ক্ষা কীরকম? সবাই অন্তত এটুকু চাইবেন- লেখক আপনার মন্তব্যটি পড়ে একটা উত্তর দেবেন, বা রিসপন্স করবেন, যা একটা স্মাইলিং ইমোটিকনও হতে পারে।
কিন্তু অনেক লেখকের মধ্যেই বোধহয় এ সৌজন্যবোধটুকু সঠিকভাবে ক্রিয়াশীল থাকে না সব সময়। ফলে হয় কী, একটা কমেন্ট করার পর সময় ও সুযোগ বুঝে ওখানে ঢুঁ মারলেন, কিন্তু দেখলেন লেখক পোস্ট ছেড়ে দিয়ে হাওয়া হয়ে গেছেন, কিংবা দীর্ঘ শীতনিদ্রায় ডুব দিয়েছেন। লেখক হয়তো তার পরও একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার কমেন্টের উপর তাঁর কোনোই আগ্রহ দেখা যায় না। আপনাদের কেমন লাগে এ ব্যাপারটা? আমার কিন্তু মোটেও ভালো লাগে না। লেখককে তখন চরম অভদ্র বা ডিসকার্টিয়াস মনে হয়।
এ কারণে অনেক ব্লগারের ব্লগ পড়া বাদ দিয়েছি; যদ্দিন মনে থাকে তাঁর নাম, তাঁর দিকে ভুলেও তাকাই না।
আপনার একটা কমেন্টের দাম লাখ টাকারও বেশি, এটা মনে রাখবেন। এটা মনে রাখবেন, আর বুঝেশুনে কমেন্ট করবেন, দেখেশুনেও- কে আপনার কমেন্টের কদর করলেন, কে তার মূল্যই বুঝলেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




