যাঁরা লেখার সাথে নিজের নাম দেন নি
যাঁরা লেখার সাথে- টেক্সটের শুরুতে, শেষে, মেইলে, ফেবুতে কোথাও বাংলায় বা ইংরেজিতে লেখক নাম লেখেন নি, তাঁদের জ্বালায় মরে যাচ্ছি
মোড়ক উন্মোচন
অনাড়ম্বর এক মোড়ক উন্মোচনের আয়োজন করার ইচ্ছে আছে - সবুজ অঙ্গনের লেখক ও পাঠকগণই এর ‘উন্মোচক‘। তারিখ নিয়ে দ্বিধায় আছি। ৮, ৯, ১৫ বা ১৬ ফেব্রুয়ারি - এর যে কোনো একটা হলে ভালো হয়।
এ সংখ্যার লেখকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভ কামনা থাকলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




