ব্লগে আমার এক বছর পূর্ণ হয়েছে তাই সবাইকে জানায় আমার ব্লগিও শুভেচ্ছা।
যে কোন কিছু সম্বদ্ধে জানতে বেশ কিছু উপায় আছে , যেমন:
১. বই
২. সরাসারি যোগাযোগ
৩. ইন্টারনেট
৪. ভ্রমন ইত্যাদি
তেমনি হিযবুত তাহরীর সম্বদ্ধে জানতে চাইলে তার কতকগুলো পথ বলতে পারি @ কাঙ্গাল মুরশিদের জন্য
১. হিযবুত তাহরীরের বই পড়া
২. হিযবুত তাহরীরের বিভিন্ন প্রোগামে উপস্থিত থাকা
৩. এই লিংককে অনেক তথ্য পাবেন:
http://www.khilafat.org
Click This Link
৪. সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন
আশা করি এতে আপনে হিযবুত তাহরীর সম্বন্ধে মোটামুটি জানতে পারবেন।
(বিঃদ্রঃ কাঙ্গাল মুরশীদ আপনার জন্য বেশ কিছু বইয়ের নাম নিচে দিলাম
লিংক ঃ
Click This Link
১. খিলাফত একমাত্র সমাধান
২. ইসলামী ইশতেহার
৩.ইসলামী সমাজ প্রতিষ্ঠার পদ্ধতি
৪. ইসলামের রাজনৈতিক চিন্তা
৫.নারী নির্যাতনঃ ইসলামী সমাধান
৬. ইসলামী খিলাফত সরকারের অর্থনৈতিক মডেল
৭. ইসলামী খিলাফত সরকারের পররাষ্ট্রনীতির মডেল
৮. পিলখানা হত্যাকান্ড: বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ভারতীয় ষড়যন্ত্র ইত্যাদি
আর চট্রগ্রামের ঠিকানাঃ
আর বি টাওয়ার
৩য় তলা,
গোলপাহাড় মোড়, চট্রগ্রাম।
মোবাইলঃ ০১৮১৯৯০৭১০৪।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



