জীবনে প্রথম কোন কিছু করতে কার না ভালো লাগে।
প্রথম বলতে পারা,পড়তে পারা,লিখতে পারার মাঝে কিজে আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না। ছোট্ট বেলায় বানান করে যেদিন পড়তে পারলাম সেদিন মাকে জড়িয়ে ধরে বল্লাম "মা মা দেখ আমি পড়তে পারছি(মা'র গলা জড়িয়ে ধরে)"।সেই দিনের আনন্দ হয়তো সেভাবেই প্রকাশ করেছিলাম।কিন্তু প্রথম কিছু করতে কত না ভয় করে।প্রথম যেদিন সাতার শিখতে গিয়েছিলা ছোটবেলায়, সেদিন বাবা শরীরের নীচে হাত রেখে আমাকে সাতার শেখানোর চেষ্টা, আমার ভয়মিশ্রিত কান্নার কারনে হয়ে উঠেনি।যা আজও সম্বভপর হয়ে উঠেনি।
সামহোয়্যার ইন বাংলা ব্লগের সাবাইকে জানাই শুভেচ্ছা। এই সাইটে আমার এটাই প্রথম লেখা,আর প্রথম লেখা মানেই ভয় ভীতি উত্তেজনা বিরাজ করা।ঠিক আমার অবস্থাাও তাই, সামহোয়্যার ইন ব্লগে লিখতে বসে আমার মাঝেও ভয় এবং উত্তেজনা দুটিই কাজ করছে।
তবে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের যাদের লেখা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি এ সাইটটির ব্লগারদের লেখা ও মন্তব্য গুলি পড়ে আসছি।সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে লেখা ও মন্তব্য যেমনি আনন্দের খোরাক সৃষ্টি করেছে তেমনি জানা অজানা অনেক তথ্য জানতে সহায়তা করেছে,এবং আরো জানার আগ্রহ সৃষ্টি হয়েছে।আশা করি ব্লগাররা এভাবে জানা অজানা তথ্য , সুন্দর,মর্ািজত, লেখা ও মন্তব্য দিয়ে সাইটি আরো সুন্দর করে তুলবে।
মোটকথা তাদের লেখাই আমাকে লিখতে অনুপ্রানিত করেছে।
বিশেষকরে ওয়ালী,অপবাক,শাওন,দীক্ষক দ্রাবিড়,হীরক লস্কর,আড্ডাবাজ আরো অনেকে। এদের মাঝে কারো লেখা হয়তো ভালো লেখেছে, কারো হয়তো মন্দ।কিন্তু এই ভলোমন্দ লেখা দুটোই আমাকে লিখতে অনুপ্রাণিত করেছে।
তবে ওয়ালী ,শাওন আর আস্তমেয়ের লেখা ও মন্তব্য সবচেয়ে ভালো লেগেছে।
তবে আমি বিশেষকরে ধন্যবাদ জানাই তাদের, যারা এই সাইটটি চালু করেছেন।
সর্বশেষে এই বলে শেষ করতে চাচ্ছি কোন প্রকার ভূল হলে সবাই নিজ গুনে ক্ষমা করে দিবেন। তাহলে আজ এখানে বিদায় বন্ধুরা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




