somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার শহরের বাস রুটসমূহ

২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাপিং বাংলাদেশ থেকে এটি পেলাম। জনাব আরমান কে হোসেইন এর ইমেল থেকে পাওয়া।
ওনারা চান আমি (এবং অন্য সকলে এটা বিতরন করুন)।
নিচের "কমেন্ট" পড়তে ভুলবেন না, কারন কিছু পাঠক এই রুটের ভুল ত্রুটি তুলে ধরেছেন।

ঢাকার বিভিন্ন পথে বিভিন্ন কোম্পানীর বাস চলে
আমরা যদি আমাদের চলার পথ গুলো শেয়ার করি তাহলে কিছু মানুষের কাজে তা আসবে। আসুন শেয়ার করি তথ্যগুলো:

১ নং বাস– মিরপুর ১২ থেকে মিরপুর সাড়ে এগার, এগার, অরিজিনাল দশ, দশ নাম্বার গোল চত্বর, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, রোকেয়া স্মরনী, খামারবাড়ী, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামটর, শাহবাগ, মৎসভবন, প্রেস ক্লাব, পল্টন, জিপিও, বঙ্গবন্ধু এভিনিউ, ফুলবাড়িয়া, বংশাল, নয়াবাজার, ইংলিশ রোড, সদরঘাট (জগন্নাথকলেজ+ ভিক্টোরিয়া পার্ক + সোহরাওর্দী কলেজ + কবি নজরুল কলেজ)

১/ই নং বাস– পল্লবী, মিরপুর ১০, শ্যাওড়া পাড়া, ফার্মগেট, শাহাবাগ, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ি

১/এন, নিউ ভিশন– মিরপুর ১ থেকে মতিঝিল।

২ নং বাস– মিরপুর চিড়িয়াখানা, সনি সিনেমা হল, মিরপুর এক নাম্বার, চাইনিজ, আনসার ক্যাম্প, মিরপুর বাংলা কলেজ, টেকনিক্যাল, দারুস সালাম, কল্যানপুর, শ্যামলী, আদাবর, শিশু মেলা (আগারগাঁও, শিশু হাসপাতাল), কলেজগেট, আসাদগেট, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামটর, শাহবাগ, মৎসভবন, বঙ্গবাজার, ফুলবাড়িয়া

৩ নং বাস– ফুলবাড়িয়া, বঙ্গবাজার, মৎসভবন, শাহবাগ, বাংলামটর, কারওয়ানবাজার, ফার্মগেট, ক্যান্টনম্যান্ট, মহাখালী, চেয়ারম্যানবাড়ী, কাকলী, আর্মি ষ্টেডিয়াম, এমইএস, জিয়া কলোনী, শ্যাওড়া, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্ট, জসিম উদ্দিন, রাজলক্ষী, হাউজবিল্ডিং, আজমপুর, আবদুল্লাহপুর

৪ নং বাস– শাহবাগ, বাংলামটর, কারওয়ানবাজার, ফার্মগেট, ক্যান্টনম্যান্ট, বালুঘাট ।

৫ নং বাস– নেই

৬ নং বাস– কমলাপুর, মতিঝিল, গুলিস্তান, জিপিও, প্রেস ক্লাব, মৎসভবন, শাহবাগ, বাংলামটর, কারওয়ানবাজার, ফার্মগেট, (ক্যান্টনম্যান্ট জাহাঙ্গীর গেট), মহাখালী, চেয়ারম্যানবাড়ী, কাকলী, বনানীবাজার, গুলশান

৬/এ নং বাস– কমলাপুর, মতিঝিল, গুলিস্তান, জিপিও, প্রেস ক্লাব, মৎস ভবন, শাহবাগ, বাংলামটর, কারওয়ানবাজার, ফার্মগেট, জাহাঙ্গীর গেট, মহাখালী, চেয়ারম্যান বাড়ী, কাকলী, বনানী বাজার, গুলশান

৬/বি নং বাস– কমলাপুর, মতিঝিল, গুলিস্তান, জিপিও, প্রেস ক্লাব, মৎসভবন, শাহবাগ, বাংলামটর, কারওয়ানবাজার, ফার্মগেট, (ক্যান্টনম্যান্ট জাহাঙ্গীর গেট), মহাখালী, চেয়ারম্যানবাড়ী, কাকলী, বনানীবাজার, গুলশান

৬/সি নং বাস– কমলাপুর, মতিঝিল, গুলিস্তান, পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, এফডিসি, সাতরাস্তা, নাবিস্কো, তিব্বত, মহাখালী, তিতুমীর কলেজ, গুলশান এক, গুলশান দুই

৭ নং বাস– গাবতলী, টেকনিক্যাল, দারুস সালাম, কল্যানপুর, শ্যামলী, আদাবর, শিশু মেলা (আগারগাঁও, শিশু হাসপাতাল), কলেজগেট, আসাদগেট, শুক্রাবাদ, সিটিকলেজ, সাইন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ঢাকা কলেজ, নীলক্ষেত, ইডেন কলেজ, আজিমপুর, এতিমখানা, ঢাকেশ্বরী, বোর্ডঅফিস, মার্দ্রাসা বোর্ড, বদরুননেসা কলেজ, বকসী বাজার, ঢাকা মেডিক্যাল, চাঁনখারপুল (জেলখানা+ চকবাজার+ শৈখ বোরহান উদ্দিন কলেজ), আনন্দবাজার, নীমতলী, বঙ্গবাজার, গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ, ফুলবাড়িয়া, বংশাল, নয়াবাজার, ইংলিশরোড, সদরঘাট (জগন্নাথকলেজ+ ভিক্টোরিয়া পার্ক + সোহরাওর্দী কলেজ + কবি নজরুল কলেজ) (ইদানিং ৭ নং বাস গুলিস্তান থেকে শাহবাগ হয়ে সিটি কলেজ দিয়ে আসে জ্যামের কারণে ।)

৮ নং বাস– গাবতলী, টেকনিক্যাল, দারুস সালাম, কল্যানপুর, শ্যামলী, আদাবর, শিশু মেলা (আগারগাঁও, শিশু হাসপাতাল), কলেজগেট, আসাদগেট, খামার বাড়ী, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামটর, শাহবাগ, মৎসভবন, কাকরাইল মসজিদ, কাকরাইল মোড়, পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল, নটরডেম কলেজ, ইওেফাক মোড়, টিকাটুলি, রাজধানী মার্কেট, সায়দাবাদ, যাত্রাবাড়ী

৯ নং বাস– মিরপুর, ১২ থেকে মিরপুর, সাড়ে এগার, এগার, অরিজিনাল দশ, দশ নাম্বার গোল চত্বর, মিরপুর দুই, সনি সিনেমা হল, মিরপুর এক, চাইনিজ, আনসার ক্যাম্প, মিরপুর বাংলা কলেজ, টেকনিক্যাল, দারুস সালাম, কল্যানপুর, শ্যামলী, আদাবর, শিশু মেলা (আগারগাঁও, শিশু হাসপাতাল), কলেজগেট, আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, সাইন্সল্যাব, সিটিকলেজ (এলিফ্যান্ট রোড), ঢাকা কলেজ, নিউ মার্কেট, নীলক্ষেত, ইডেন কলেজ, আজিমপুর

১০ নং বাস– সদরঘাট, ইংলিশ রোড, নয়াবাজার, বংশাল, গুলিস্তান, পল্টন, মৌচাক, রামপুরা, কুরিল বিশ্ব রোড, এয়ার পোর্ট, আব্দুল্লাহপুর, টঙ্গী ।

১১ নং বাস– ডেমরা, যাত্রাবাড়ী, সায়দাবাদ, মতিঝিল, ফকিরেরপুল, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, এফডিসি, সাতরাস্তা, নাবিস্কো, তিব্বত, মহাখালী, কাকলী, এয়ারপোর্ট, জসিমউদ্দিন, রাজলক্ষী, আজমপুর, হাউজবিল্ডিং, উত্তরা, আবদুল্লাহপুর, টঙ্গী

১২ নং বাস (৩৬/বি)– মোহাম্মদপুর, আসাদগেট, খামার বাড়ী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, শাহবাগ, মৎসভবন, প্রেসক্লাব, পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল, নটরডেম কলেজ, ইওেফাক মোড়, টিকাটুলি, রাজধানী মার্কেট, সায়দাবাদ, যাত্রাবাড়ি

১৩ নং বাস– মোহাম্মদপুর, ফিজিক্যাল কলেজ, ধানমন্ডি ২৭, শংকর (বাংলাদেশ মেডিক্যাল), আবাহনী মাঠ, ষ্টার কাবাব, ধানমন্ডি ১৫, জিগাতলা, সিটি কলেজ, সাইন্সল্যাব, ঢাকা কলেজ, নীলক্ষেত, ইডেন কলেজ, আজিমপুর, পলাশী, নীলক্ষেত, কাটাবন, শাহবাগ, মৎসভবন, প্রেসক্লাব, পল্টন, মতিঝিল, নটরডেম কলেজ, ইওেফাক মোড়, টিকাটুলি, রাজধানী মার্কেট, দয়াগঞ্জ, কাঠেরপুল, ধূপখোলা মাঠ

১৪ নং বাস– যাত্রাবাড়ী, সায়দাবাদ, রাজধানী মার্কেট, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, কাটাবন, নিউমার্কেট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, ঢাকা কলেজ, এলিফ্যান্ট রোড, সাইন্স ল্যাব, সিটিকলেজ, শুক্রাবাদ, আসাদগেট, কলেজগেট, শ্যামলী, আদাবর, শিশু মেলা (আগারগাঁও, শিশু হাসপাতাল), কল্যানপুর, দারুস সালাম, টেকনিক্যাল, বাংলা কলেজ, আনসার ক্যাম্প, চাইনিজ, মিরপুর এক, সনি সিনেমা, মিরপুর দুই, মিরপুর দশ, অরিজিনাল দশ, এগারো, সাড়ে এগারো, মিরপুর ১২, পল্লবী

১৫ নং বাস– যাত্রাবাড়ী, সায়দাবাদ, রাজধানী মার্কেট, ইওেফাক, মতিঝিল, দৈনিক বাংলা, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় স্মরনী, আগারগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর, ১০, মিরপুর, ১২

১৭ নং বাস– যাত্রাবাড়ী, সায়দাবাদ, রাজধানী মার্কেট, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় স্মরনী, আগারগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর, ১০, ১২

২৭ নং বাস– আজিমপুর এতিমখানা, আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সাইন্স ল্যাব, সিটিকলেজ, শুক্রাবাদ, আসাদগেট, সংসদভবন, খামারবাড়ি, খেজুরবাগান, ফার্মগেট, বিজয়স্মরনী, (ক্যান্টনম্যান্ট জাহাঙ্গীর গেট), মহাখালী (বাস টার্মিনাল), চেয়ারম্যানবাড়ী, কাকলী, আর্মি ষ্টেডিয়াম, এমইএস, জিয়া কলোনী, শ্যাওড়া, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্ট (উওরখান + দক্ষিনখান), জসিম উদ্দিন, রাজলক্ষী, হাউজবিল্ডিং, আজমপুর, আবদুল্লাহপুর, টঙ্গী, চেরাগআলী, বোর্ডবাজার, গাজীপুর

মেগা সিটি– মোহাম্মদপুর তাজমহল রোড, মোহাম্মদপুর থানা, ফিজিক্যাল কলেজ, ধানমন্ডি ২৭, শংকর, (বাংলাদেশ মেডিক্যাল), আবাহনী মাঠ, ষ্টার কাবাব, ধানমন্ডি ১৫, জিগাতলা, সিটি কলেজ, সাইন্সল্যাব, বাটার সিগন্যাল, এলিফ্যান্ট রোড, কাটাবন, শাহবাগ, মৎসভবন, প্রেসক্লাব, পল্টন, জিপিও, হকি ষ্টেডিয়াম, গুলিস্তান, বিমান অফিস, মতিঝিল, নটরডেম কলেজ

রাজা সিটি– মোহাম্মদপুর, মোহাম্মদপুর থানা, ফিজিক্যাল কলেজ, ধানমন্ডি ২৭, শংকর, (বাংলাদেশ মেডিক্যাল), আবাহনী মাঠ, ষ্টার কাবাব, ধানমন্ডি ১৫, জিগাতলা, সিটি কলেজ, সাইন্সল্যাব, বাটার সিগন্যাল, এলিফ্যান্ট রোড, কাটাবন, শাহবাগ, মৎসভবন, প্রেসক্লাব, পল্টন, জিপিও, হকি ষ্টেডিয়াম, গুলিস্তান, বিমান অফিস, মতিঝিল, নটরডেম কলেজ

মিডওয়ে– মোহাম্মদপুর, মোহাম্মদপুর থানা, ফিজিক্যাল কলেজ, ধানমন্ডি ২৭, শংকর, (বাংলাদেশ মেডিক্যাল), আবাহনী মাঠ, ষ্টার কাবাব, ধানমন্ডি ১৫, জিগাতলা, সিটি কলেজ, সাইন্সল্যাব, বাটার সিগন্যাল, এলিফ্যান্ট রোড, কাটাবন, শাহবাগ, মৎসভবন, প্রেসক্লাব, পল্টন, জিপিও, হকি ষ্টেডিয়াম, গুলিস্তান, বিমান অফিস, মতিঝিল, নটরডেম কলেজ, কমলাপুর, রেলষ্টেশন, টিটিপাড়া, মুগদা, বাসাবো বৌদ্ধ মন্দির, খিলগাঁও

ফাল্গুন– আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, ঢাকাকলেজ, সিটিকলেজ, সাইন্সল্যাব, বাটার সিগন্যাল, কাটাবন, শাহবাগ, মৎসভবন, কাকরাইল মসজিদ, কাকরাইল মোড় (হোটেল রাজমনি + রাজমনি সিনেমা হল, শান্তিনগর, বেলিরোড, মালিবাগ, মৌচাক, রামপুরা, টিভি সেন্টার, রামপুরা ব্রিজ, মেরুলবাড্ডা, মধ্যবাড্ডা, প্রগতি স্মরনী, উওর বাড্ডা, শাহাজাদপুর, নতুনবাজার, নর্দা, বসুন্ধরা, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্ট, উওরা, আজমপুর, আবদুল্লাহপুর)

অনিক– আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সাইন্স ল্যাব, সিটিকলেজ, শুক্রাবাদ, (স্কয়ার হাসপাতাল) পান্থপথ, (গ্রীনরোড), বসুন্ধরা সিটি, কারওয়ান বাজার, এফডিসি, সাতরাস্তা, নাবিস্কো, তিব্বত, মহাখালী, চেয়ারম্যানবাড়ী, কাকলী, আর্মি ষ্টেডিয়াম, এমইএস, জিয়া কলোনী, শ্যাওড়া, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্ট (উওরখান + দক্ষিনখান), জসিম উদ্দিন, রাজলক্ষী, হাউজবিল্ডিং, আজমপুর, আবদুল্লাহপুর

দ্বীপবাংলা– আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সাইন্স ল্যাব, সিটিকলেজ, শুক্রাবাদ, (স্কয়ার হাসপাতাল) পান্থপথ, (গ্রীনরোড), বসুন্ধরা সিটি, কারওয়ান বাজার, এফডিসি, সাতরাস্তা, নাবিস্কো, তিব্বত, মহাখালী, চেয়ারম্যানবাড়ী, কাকলী, আর্মি ষ্টেডিয়াম, এমইএস, জিয়া কলোনী, শ্যাওড়া, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্ট (উওরখান + দক্ষিনখান), জসিম উদ্দিন, রাজলক্ষী, হাউজবিল্ডিং, আজমপুর, আবদুল্লাহপুর

সূচনা– আজিমপুর এতিমখানা, আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সাইন্স ল্যাব, সিটিকলেজ, শুক্রাবাদ, আসাদগেট, সংসদভবন, খামারবাড়ি, খেজুরবাগান, ফার্মগেট, বিজয়স্মরনী, (ক্যান্টনম্যান্ট জাহাঙ্গীর গেট), মহাখালী (বাস টার্মিনাল), চেয়ারম্যানবাড়ী, কাকলী, আর্মি ষ্টেডিয়াম, এমইএস, জিয়া কলোনী, শ্যাওড়া, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্ট (উওরখান + দক্ষিনখান), জসিম উদ্দিন, রাজলক্ষী, হাউজবিল্ডিং, আজমপুর

বিআরটিসি (এসি) + ননএসি– মতিঝিল, বিমান অফিস, গুলিস্তান, হকি ষ্টেডিয়াম, জিপিও, পল্টন, প্রেসক্লাব, মৎসভবন, শাহবাগ, বাংলামটর, কারওয়ানবাজার, ফার্মগেট, ক্যান্টনম্যান্ট (জাহাঙ্গীরগেট), মহাখালী, চেয়ারম্যানবাড়ী, কাকলী, আর্মি ষ্টেডিয়াম, এমইএস, জিয়া কলোনী, শ্যাওড়া, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্ট (উওরখান+দক্ষিন খান), জসিম উদ্দিন, রাজলক্ষী, হাউজবিল্ডিং, আজমপুর, আবদুল্লাহপুর

বেলাল– গুলিস্তান, হকি ষ্টেডিয়াম, জিপিও, পল্টন, প্রেসক্লাব, মৎসভবন, শাহবাগ, বাংলামটর, কারওয়ানবাজার, ফার্মগেট, ক্যান্টনম্যান্ট (জাহাঙ্গীরগেট), মহাখালী, চেয়ারম্যানবাড়ী, কাকলী, আর্মি ষ্টেডিয়াম, এমইএস, জিয়া কলোনী, শ্যাওড়া, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, এয়ারপোর্ট (উওরখান+দক্ষিন খান), জসিম উদ্দিন, রাজলক্ষী, হাউজবিল্ডিং, আজমপুর, আবদুল্লাহপুর

উইনার– আজিমপুর, ইডেন কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সাইন্স ল্যাব, সিটিকলেজ, শুক্রাবাদ, (স্কয়ার হাসপাতাল) পান্থপথ, (গ্রীনরোড), বসুন্ধরা সিটি, কারওয়ান বাজার, এফডিসি, সাতরাস্তা, নাবিস্কো, তিব্বত, মহাখালী, তিতুমীর কলেজ, গুলশান এক, মধ্য বাড্ডা, শাহজাদপুর, প্রগতি স্মরনী, উওর বাড্ডা, শাহাজাদপুর, নতুনবাজার, নর্দা, বসুন্ধরা, কুড়িল বিশ্বরোড

বিহঙ্গ– দুয়ারিপাড়া, রূপনগর, মিরপুর ২, সনি সিনেমা হল, মিরপুর ১, চাইনিজ, আনসার ক্যাম্প, মিরপুর বাংলা কলেজ, টেকনিক্যাল, দারুস সালাম, কল্যানপুর, শ্যামলী, আদাবর, শিশু মেলা (আগারগাঁও, শিশু হাসপাতাল), কলেজগেট, আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, সাইন্সল্যাব, সিটিকলেজ (এলিফ্যান্ট রোড), ঢাকা কলেজ, নিউমার্কেট, নীলক্ষেত, ইডেন কলেজ, আজিমপুর

স্বকল্প– কমলাপুর, মালিবাগ, মৌচাক, মগবাজার, ইস্কাটন, বাংলামটর, কারওয়ানবাজার, ফার্মগেট, খামারবাড়ী, রোকেয়া স্মরনী, আগারগাঁ (পাসপোর্ট অফিস), শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০, চিড়িয়াখানা

বাহন– মিরপুর ১০, মিরপুর ২, মিরপুর এক, চাইনিজ, আনসার ক্যাম্প, মিরপুর বাংলা কলেজ, টেকনিক্যাল, দারুস সালাম, কল্যানপুর, শ্যামলী, আদাবর, শিশু মেলা (আগারগাঁও, শিশু হাসপাতাল), কলেজগেট, আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, সাইন্সল্যাব, সিটি কলেজ, বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড, কাটাবন, শাহবাগ, মৎস ভবন, প্রেসক্লাব, পল্টন, জিপিও, হকি ষ্টেডিয়াম, গুলিস্তান, বিমান অফিস, মতিঝিল, নটরডেম কলেজ, কমলাপুর, রেলষ্টেশন, টিটিপাড়া, মুগদা, বাসাবো বৌদ্ধ মন্দির, খিলগাঁও

তরঙ্গ প্লাস– মোহাম্মদপুর, মোহাম্মদপুর থানা, ফিজিক্যাল কলেজ, ধানমন্ডি ২৭, শংকর, (বাংলাদেশ মেডিক্যাল), আবাহনী মাঠ, ষ্টার কাবাব, ধানমন্ডি ১৫, জিগাতলা, সিটি কলেজ, সাইন্সল্যাব, বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড, কাঁটাবন, শাহবাগ, মৎস ভবন, , কাকরাইল মসজিদ, কাকরাইল মোড় (হোটেল রাজমনি + রাজমনি সিনেমা হল), শান্তিনগর, বেইলিরোড, মালিবাগ, মৌচাক, রামপুরা, টিভি সেন্টার, রামপুরা ব্রিজ, বনশ্রী

এনা– মতিঝিল, দৈনিক বাংলা, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় স্মরনী, আগারগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০, মিরপুর ১২

ওয়ানলাইন : মোহাম্মদপুরের আদাবর, তাজমহল রোড, রেডক্রিসেন্ট (রেসিডেন্সিয়াল মডেল), আসাদগেট, খামারবাড়ী, মহাখালী, গুলশান ১, গুলশান ২

ট্র্যান্সসিলভা ১– মিরপুর ১, চাইনিজ, আনসার ক্যাম্প, মিরপুর বাংলা কলেজ, টেকনিক্যাল, দারুস সালাম, কল্যানপুর, শ্যামলী, আদাবর, শিশু মেলা (আগারগাঁও, শিশু হাসপাতাল), কলেজগেট, আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, সাইন্সল্যাব, সিটি কলেজ, বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড, কাটাবন, শাহবাগ, মৎস ভবন, প্রেস ক্লাব, পল্টন, জিপিও, হকি ষ্টেডিয়াম, গুলিস্তান, বিমান অফিস, মতিঝিল, নটরডেম কলেজ,

আজমেরী গ্লোরী– সদরঘাট, ইংলিশ রোড, নয়াবাজার, বংশাল, গুলিস্তান, পল্টন, মৌচাক,

মেট্রো সার্ভিস– মিরপুর এক, চাইনিজ, আনসার ক্যাম্প, মিরপুর বাংলা কলেজ, টেকনিক্যাল, দারুস সালাম, কল্যানপুর, শ্যামলী, আদাবর, শিশু মেলা (আগারগাঁও, শিশু হাসপাতাল), কলেজগেট, আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, সাইন্সল্যাব, সিটি কলেজ (এলিফ্যান্ট রোড), ঢাকা কলেজ, নিউমার্কেট, নীলক্ষেত, ইডেন কলেজ, আজিমপুর।

মাই লাইন– ভাষানটেক, মিরপুর ১৩, মিরপুর ১০, মিরপুর ২, মিরপুর ১, চাইনিজ, আনসার ক্যাম্প, মিরপুর বাংলা কলেজ, টেকনিক্যাল, দারুস সালাম, কল্যানপুর, শ্যামলী, আদাবর, শিশু মেলা (আগারগাঁও, শিশু হাসপাতাল), কলেজগেট, আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, সাইন্সল্যাব, সিটি কলেজ, বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড, কাঁটাবন, শাহবাগ, মৎস ভবন, প্রেস ক্লাব, পল্টন, জিপিও, হকি ষ্টেডিয়াম, গুলিস্তান, বিমান অফিস, মতিঝিল, নটরডেম কলেজ, কমলাপুর, রেলষ্টেশন, টিটিপাড়া, মুগদা, বাসাবো বৌদ্ধ মন্দির, খিলগাঁও।

ধামরাই– ধামরাই, ইসলামপুর, কালামপুর, নবীনগর, স্মৃতিসৌধ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, গাবতলী, টেকনিক্যাল, দারুস সালাম, কল্যানপুর, শ্যামলী, আদাবর, শিশু মেলা (আগারগাঁও, শিশু হাসপাতাল), কলেজগেট, আসাদগেট, শুক্রাবাদ, সিটি কলেজ, সাইন্স ল্যাব, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ঢাকা কলেজ, নীলক্ষেত, ইডেন কলেজ, আজিমপুর, এতিমখানা, ঢাকেশ্বরী, বোর্ড অফিস, মার্দ্রাসা বোর্ড, বদরুননেসা কলেজ, বকসী বাজার, ঢাকা মেডিক্যাল, চাঁনখারপুল (জেলখানা+ চকবাজার+ শেখ বোরহান উদ্দিন কলেজ), আনন্দবাজার, নিমতলী, বঙ্গবাজার, গুলিস্তান, ফুলবাড়িয়া

লাব্বায়েক– সাভার, গেন্ডা, হেমায়েতপুর, গাবতলী, টেকনিক্যাল, কল্যানপুর, শ্যামলী,

তুরাগ– টঙ্গী, চেরাগালী, হাউজবিল্ডিং, রাজলক্ষী, এয়ারপোর্ট, খিলক্ষেত, নতুন বাজার, রামপুরা, মালিবাগ রেলগেট, মুগদা হয়ে যাত্রাবাড়ী।

বেঙ্গল (আলিফ পরিবহন)– বনশ্রী, গুলশান ১, মহাখালী, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, মিরপুর ১০ (আগে দিয়াবারী পর্যন্ত ছিল)।

ভিক্টর
– হাউজবিল্ডিং থেকে শুরু করে, এয়ার পোর্ট,খিলক্ষেত, বসুন্ধরা, নতুনবাজার, রামপুরা,বাড্ডা, মালিবাগ,কাকরাইল, জিপিও, গুলিস্তান, সদরঘাট।

দুলদুল– গাবতলী
দেশবাংলা– তরঙ্গ– মোহাম্মদপুর,
স্কাইলাইন
ঢাকা পরিবহন–
প্রভাতি–
বনশ্রী–
হিমালয়–
মেঘলা– রাসেল স্কয়ার, ধানমন্ডি, ভুলতা
অনাবিল–ছালছাবিল– গাজিপুর

সহযোগীতায়, ভ্রমণ বাংলাদেশ পরিবার, ইয়াহিয়া খান, শাহরিয়ার মাসুদ, সামু ব্লগের বন্ধুরা, কিছুটা তথ্য, মোঃ আব্দুল্লাহ আল সাব্বির বল্গ থেকে ।

বিঃদ্রঃ বাস রুট নিয়ন্ত্রন করে বিআরটিসি তাই যে কোন সময় এটি পরিবর্তন হতে পারে।
মাঝে মাঝে বিভিন্ন কারনে বাস চালক অন্য রুটেও যায় ।

Comment–

মেগাসিটি, রাজাসিটি, মিডওয়ে কোনোটাই দৈনিক বাংলা হয়ে যায় না, গুলিস্তান হয়ে যায়। ৬/এ, ৬/বি রুটও ভুল দিয়েছেন।

ফাল্গুন– আব্দুল্লাহপুর, উত্তরা, এয়ারর্পোট, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, শাহবাগ, সাইন্সল্যাব, নিউমার্কেট, আজিমপুর।

১০ নাম্বার বাস
এখন অন্য রুটে চলে। সদরঘাট, গুলিস্তান, বাড্ডা, টঙ্গী রুটে এখন যে বাসগুল চলে টা হল সুপ্রভাত, ভিক্টর পরিবহন। ৪/এ এই হচ্ছে এই বাসগুলোর রুট নাম্বার।

২৭ নাম্বার বাস আছে
, রুট প্রায় সুচনার মতোই, আজমপুর এর জায়গায় গাজীপুরা (নট গাজীপুর) আর ঐদিকে মন হয় ঢাকেশ্বরী পর্যন্ত যায়।
ওয়ান লাইন– মোহাম্মদপুরের আদাবর থেকে, তাজমহল রোড, রেডক্রিসেন্ট (রেসিডেন্সিয়াল মডেল), আসাদগেট, খামারবাড়ী, মহাখালী, গুলশান২ দিয়া এর পর কই কই জানি যায়।

তুরাগ= টঙ্গী চেরাগালী, হাউজবিল্ডিং, রাজলক্ষী, এয়ারপোর্ট,খিলখেত, নতুনবাজার, রামপুরা, মালিবাগ রেলগেট, মুগদা হয়ে যাত্রাবাড়ী যায়।

ভিক্টর– হাউজবিল্ডিং থেকে শুরু করে, এয়ার পোর্ট,খীলক্ষেত বসুন্ধরা, নতুনবাজার, রামপুরা,বাড্ডা মালিবাগ,কাকরাইল জিপিও গুলিস্তান, সদরঘাট।

গ্রামীন (বন্ধু পরিবহন)– গুলশান ২, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান।
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭



আমাদের ব্রেইন বা মস্তিষ্ক কিভাবে কাজ করে লেখাটি সে বিষয়ে। এখানে এক শিম্পাঞ্জির কথা উদাহরণ হিসেবে টেনেছি মাত্র।

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে... ...বাকিটুকু পড়ুন

ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫


((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন

=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০১


জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।

আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন

আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?

লিখেছেন তানভির জুমার, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩



৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

এ যুগের বুদ্ধিজীবীরা !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪০


ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন

×