
আই এস আই এর কর্মকান্ড ও সংগঠনটির হঠাৎ করে আত্ম প্রকাশ এবং অমানবিক কর্ম কান্ড গুলো দেখে শুরু থেকেই খটকা লেগেছিল। কারনঃ-
১। যে কোন একটি রাজনৈতিক সংগঠন গড়ন ও পরিপূর্ণ তা অর্জন সাধারনতঃ দু এক বছরে হএয়ে ওঠে না।
২। কোন একটি বিপ্লবী সংস্থা বা রাজনৈতিক সংগঠন এর মাধ্যমে বিপ্লপ ঘটানো আরও কঠিন।
৩। একটি রাজনৈতিক সংগঠন, হোক বিপ্লবী বা সাধারন, তাদের সাংগঠনিক নীতি মালা রয়েছে। যার বাইরে ঐ সংগঠনের দ্বারা কাজ করা আরও কঠিন।
আই এস আই এর জঘন্য কর্ম কান্ড, জগৎব্যপী সমালোচনার ঝ্ড় শুরু হয়ে গেছে। বিনা বিচারে বা একতরফা ভাবে বিচার করে ছুরি দিয়ে শরীরের মূল অংগ বিচ্ছেদ করত ফাঁসি কার্জকর করন, কোন রকমেই কোন ধর্ম সমর্থন করে বলে আমার জানা নেই।
বর্তমানে ফ্রান্সের একটি সন্ধানমুলক প্রতিবেদন দিয়ে ওয়েব এর মাধ্অমে জানালেন যে আই এস আই এর মূল হোতা একজন "মোসাদ" এর এজেন্ট।
আল বাগ্হদাদি তথা সাইমন ইলিয়ট একজন ঈহুদী মোসাূ এজেন্ট। তার পিতা মাতা দু' জনই ঈহুদি ধর্মালম্বী।
নিচে তার ছবি দেখুনঃ-
![]()
দাড়ি ওয়ালা ভদ্রলোক(অনেকে তার জন্য এই সন্মোধন এ আপত্তি করতে পারেন(আমি অপরাধকে ঘৃনা করি, অপরাধীকে নহে।)
যুক্তরাজ্য, ও যুক্তরাষ্ট্র কি ভাবে আইএসআইকে তাদের আকাশ শক্তি দিয়ে সাহায়তা করছে, তার বিবরন পরে দেবার চেষ্টা করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




