একজন ভন্ড পীর এর সাথে কথা বলার সৌভাগ্য হলো সেদিন। আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটার শানে নজুল। পীর সাবের যাবতীয় খাদেম কূল , ঢাকার দেয়াল যে চিকা মারা থেকে, উন্নতি পেয়ে আজকাল ইন্টারনেট যে চিকা মারছে .
১) প্রথম দাবি , উনারা একমাত্র মর্দে মমিন, বাকি সবাই, ভ্রান্ত "আকিদা" নিয়ে চলা ফেরা করে , "কাফির".
২) হজ য়ে যাওয়া "জায়িজ" নাই , কারণ হকক "উনাকে" করতে গেলে "বে[পর্দা হওয়া লাগে ( ছবি তুলতে হয়) যা ইসলাম (উনি) সমর্থন করেন না . (দলিল আছে!!)
৩) হজ যে যাব যাবে না, কিন্তু মিলাদুন্ন্নবী উপলক্ষে এক দিনার খরচ করে "পির" এর পিরিতি তে বেহেস্ত কামিয়াব্ব .
"পীর" সাহেব কে প্রথম প্রশ্ন
১) আপনার ব্যাঙ্ক একাউন্ট আছে?
উত্তর) জি বাবা আছে, না হলে ভক্ত গনের খুশি হয়ে দেয়া "মাল " সমান কই রাখি?
২) ব্যাঙ্ক একাউন্ট খুলতে ছবি লাগেনাই?
উত্তর) জি লাগসে , কিন্তু লোভ সামলাইতে পারি নাই। খুলে ফেলসি।
৩) দয়াল বাবা , আপনে তো নিশ্চয় ট্যাক্স প্রদান করেন ?
উত্তর) জি করতে হয় না হলে সরকারী লোকজন বড্ড পেরেশান করে . তবে আমি দোআ রেকেছি যাতে তারা আর জালাতন না করে . ট্যাক্স সিসনারের চত সালোক আবার আমার মুরিদ কিনা।
৪) বাবা তাহলে ট্যাক্স এর কাগজ কি দিয়ে বানালেন?
উত্তর) তুমি বড্ড উল্টো পাল্টা প্রশ্ন করছ। এক ফু য়ে তোমার গোষ্টি উদ্ধার করে দিব
৫) আপনে ভন্ড . আপনের ফু দিয়া আমার "কেশ" তব ফেলতে পারবেন না!
(বাকি প্রশ্ন উত্তর , আপনারা যোগ করতে পারেন।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




