কিন্তু মজার ব্যাপার হচ্ছে জেঃ জিয়া বাকশালের সদস্য হওয়ার জন্য এতই মরিয়া ছিলেন যে, বঙ্গবন্ধুর নিকট বাকশালের সদস্য হওয়ার জন্য লিখিত আবেদন এবং ব্যাক্তিগত ভাবে বঙ্গবন্ধুর সংঙে দেখ করে বাকশালের সদস্যপদ লাভ করেছিলেন ।
জেঃ জিয়া বাকশালের সদস্য পদ পাওয়ার পর বিভিন্ন পত্র পত্রিকায়
বাকশালের গুন গান গেয়ে প্রবন্ধ লিখেছিলেন । শুধু তাই নয় বাকশালের জেলা গভর্নরগনের নিকট বাকশালের স্বমৃদ্ধি কামনা করে
চিঠি লিখেছিলেন ।
লিখেছেন : জাহিদ ২৬ জানুয়ারি (সোমবার), ২০০৯
গত ২৫.০১.২০০৯ ইং তারিখে বিএনপির সংসদ সদস্যগন কালো ব্যাজ ধারন করে সংসদ অধিবেশনে
যোগ দিয়েছে। কিন্তু কেন এই কালো ব্যাজ ধারন ? । বিএনপির
সংসদ সদস্য জনাব সালাউদ্দিন কাদের চৌঃ সাংবাদিকদের কাছে কালো ব্যাজ ধারনের নিম্ন বর্নিত ভাবে তাদের দলীয় কক্তব্য উপস্হাপন করেছেন ।
সাকা চৌঃ ভাষায় ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারী মহান জাতীয় সংসদে এক দলীয় শাষন ব্যাবস্হা বাকশালের বিল পাষ হয়েছিল এ কারনে আমরা কালো ব্যাজ ধারন করে সংসদে এসেছি ।
১৯৭৫ সালের পর এটাইতো প্রথম নয় আরো বহু বার ২৫শে জানুয়ারী
এসেছে তাহরে তারা কেন এর আগে কালো ব্যাজ ধারন করে নাই ।
বিষয়টি খালেদা জিয়ার ১৫ই আগষ্টের জন্মদিন পালন করার মত
বিতরর্কিত নয় কি ? ।
ম্যাডাম খালেদা জিয়া সহ তার দলের নেতা নেত্রীরা সব সময় বলে থাকেন তারা শহীদ(যদিও শহীদ শব্দটি বিতরকিত) জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে বদ্ধপরিকর । কিন্তু বাস্তবে আমরা দেখি সম্পর্ন
ভিন্ন তাদের কর্মকাণ্ড ।
১৯৭৫ সালের ২৫শে জানুয়ারী সম্পৃর্ন গনতান্ত্রিক ভাবে উপস্হিত
জাতীয সংসদ সদস্যগনের কণ্ঠ ভোটে বাকশালের বিল পাস হয ।
বাকশালের থিম অনুযায়ি পদধিকার বলে তিন বাহিনীর প্রধানগন
বাকশালের সদস্যপদ লাভ করে ।
১৯৭৫ সালে জেঃ জিয়া ছিলেন উপ সেনা প্রধান এ কারনে তিনি
নিয়মতান্ত্রিক ভাবে বাকশালের সদস্য হওয়ার যোগ্য ছিলেন না ।
কিন্তু মজার ব্যাপার হচ্ছে জেঃ জিয়া বাকশালের সদস্য হওয়ার জন্য এতই মরিয়া ছিলেন যে, বঙ্গবন্ধুর নিকট বাকশালের সদস্য হওয়ার জন্য লিখিত আবেদন এবং ব্যাক্তিগত ভাবে বঙ্গবন্ধুর সংঙে দেখ করে বাকশালের সদস্যপদ লাভ করেছিলেন ।
জেঃ জিয়া বাকশালের সদস্য পদ পাওয়ার পর বিভিন্ন পত্র পত্রিকায়
বাকশালের গুন গান গেয়ে প্রবন্ধ লিখেছিলেন । শুধু তাই নয় বাকশালের জেলা গভর্নরগনের নিকট বাকশালের স্বমৃদ্ধি কামনা করে
চিঠি লিখেছিলেন ।
বিএনপি যদি জেঃ জিয়ার অনুসারী হয় , যদি তারা জেঃ জিয়ার
আদর্শ বাস্তবায়ন করতে চায় তাহলে বাকশালের বিরুদ্ধচারন করা
তাদের স্ববিরোধিতার শামিল কি না ? সে বিচার আপনারা করবেন ।
http://zahid000.amarblog.com/posts/36201
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



