বাংলাদেশে হত্যা হয়েছে বছরে ২,৭৫০। ব্রাজিলে ৫৫,০০০। রাশিয়ায় প্রতি বছর হত্যা হয় ৩০,০০০ হাজার। আর আমেরিকায় প্রতিবছর ১৫,০০০ হাজার ,ভারতে ২০০৭-২০০৮ হত্যা হয়েছে ৩২,০০০, পাকিস্তানে এইসময় ৯,৭০০,
2009-12 গত ৪ বছরে বাংলাদেশে হত্যা হয়েছে ১১,০০০ হাজার লোক। ৪ ভাগ করি তাহলে দাঁড়ায় বছরে ২,৭৫০। ১৬,১০,৮৩,৮০৪ জনসংখ্যার দেশ বাংলাদেশে এই সংখ্যা কি বিরাট কিছু? আমাদের প্রতিবেশী দেশ ভারতে ২০০৭-২০০৮ হত্যা হয়েছে ৩২,০০০, পাকিস্তানে এইসময় ৯,৭০০, আমেরিকায় ১৬,৭০০, সাউথ আফ্রিকায় ৩১,০০০। ২০০৮ শুধুমাত্র নিউ ইউর্ক শহরেই হত্যা হয়েছে ৮৩৭। শিকাগোতে ২০০৩ সালে হত্যা হয়েছে ৫৯৯ জন। ২০০৫ সালে সমগ্র আমেরিকায় হত্যা হয়েছে মোট ১৬,৬৯২। অন্যদিকে ব্রাজিলে ২০০৫ হত্যা হয়েছে ৫৫,০০০। রাশিয়ায় প্রতি বছর হত্যা হয় ৩০,০০০ হাজার। আর আমেরিকায় প্রতিবছর ১৫,০০০ হাজার। মাত্র নব্বই লক্ষের দেশ সুইডেনে প্রতিবছর হত্যা হয় ১০০ জন। এখন বাংলাদেশের জনসংখ্যা অনুসারে প্রতি বছর ২,৭৫০ হত্যাকে আমরা কীভাবে মূল্যায়ন করতে পারি সেটাই এখন প্রশ্ন। প্রশ্নটা আমি বাংলাদেশের জনগণের কাছেই ছেড়ে দিলাম। তবে কোনো ধরনের হত্যা ও গুমকেই আমরা সমর্থন করতে পারি না। তাই আমাদের আশা থাকবে এ ব্যাপারে সরকার যেন আরো দ্রুত পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসে।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



