আমি চাই নাস্তিকের মৃত্যুদেহের সৎকার পদ্ধতি আবিষ্কার করা হোক। অথবা তারা নিজেরা কোন পদ্ধতি তৈরী করে সেটা সবাই কে জানিয়ে দিক।
কারন যেহেতু তারা মুসলিম, হিন্দু, বদ্ধ, খৃস্টান, ইয়াহুদী..........ইত্যাদি কোনটার মধ্যে পড়েন না তাই তাদের মৃত্যুর পর দেহ সৎকার নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। হিন্দু, খৃষ্টান সহ আন্যরা এসব নাস্তিকদের বেলায় কি করেন আমি জানিনা তবে আমি দেখছি মুসলমান নামধারী কোন নাস্তিকের মৃত্যু হলে অনিবার্য কারণবষত ঈমাম গণকে ছুটি নিতে হয়, মসজিদের মুয়াজ্জিন গনকে হটাৎ অসুস্থ জনিত কারণ দেখাইতে হয়। সব মিলিয়ে সকল মুসলমান গণ এটি নিয়ে কিংকর্তব্যবিমূর হয়ে যায়। যেটি আমরা হুমায়ন আজাদ, শামসুর রহমান সহ অন্যান্য নাস্তিকদের বেলায় দেখেছি। আমরা চাইনা আর কোন নাস্তিকের মৃত্যুর পর এরকম অবস্থার সৃষ্টি হোক। নাস্তিক ভাইদের অবস্থা কি হয় জানিনা। যেহেতু তারা আল্লাহকে বিশ্বাস করেন না তাই তারা মুসলিম নন, অন্যান্য ধর্মীয় বিশ্বাস ও তাদের মধ্যে নেই তাই তারা হল আলাদা কোন জাতি, আমরা তাদেরকে নাস্তিক জাতি বলতে পারি। প্রত্যেক জাতির মৃতদেহ সৎকারের নিজেস্ব পদ্ধতি আছে, কিন্তু এই নাস্তিক নামক জাতিটির কোন মৃতদেহ সৎকারের নিজেস্ব পদ্ধতি নাই। আমি বুঝিনা তারা এত সব বিষয় নিয়া গবেষণা করে অথচ মৃত্যুর পর তাকে কিভাবে সৎকার করা হবে তা নিয়ে ভাবে না(!!)???(নাকি তারা মনে করে তারা কোন দিন মরবে না!!!!!) তারা যাই ভাবুক আমরা দেখেছি তাদের কেউ মারা গেলে সৎকার নিয়ে জাতিকে গভীর সংকটে পড়তে হয়।
তাই জাতিকে আজ এই সংকট পূর্ণ অবস্থান থেকে মুক্ত করার জন্য সকল আস্তিক ও নাস্তিক ভাই-বোনদের প্রতি আন্তরিক আহ্ববান জানাচ্ছি..........
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



