সানি লিওনের ছবির প্র্রতিই আকাশের যা একটু দূর্বলতা ছিল। এছাড়া আকাশ কিন্তু ছেলে হিসাবে খারাপ ছিল না।সে কখনও মেয়েদের দিকে ভালভাবে তাকিয়ে দেখেছে কিনা শন্দেহ আছে।তার উপর আকাশের চেহারায় একটা ভাল মানুষ টাইপ ভাব গ্লেইছ মারতো।সব মিলিয়ে আকাশ ভালই ছিল।কিন্তু হঠাৎ আকাশের কি যে হল?আকাশ কিভাবে যেন ভার্সিটির একটা মেয়ের উপর ক্রাশ খেয়ে ফেল্লো।মেয়েটা আবার ছিল একটু ফাজিল কিসিমের।আকাশ মেয়েটাকে সামনে দেখলে হাই-হ্যালো্ ছাড়া কিছু বলতে পারে না।আবার ফেসবুকেও মেয়েদের সাথে গল্প জমাতে আকাশ তেমন পারদর্শী না।অথচ মেয়েটার প্রতি তার কি ভীষন দূর্বলতা।মেয়েটাকে দেখলেই জান-সুইট হার্ট জন্যে তার মনটা বেজায় আকুপাকু করে।কিন্তু বলবে কিভাবে?মেয়েটাতো বেজায় ফাজিল।যদি অন্য কিছু ভেবে বসে?
অনেক চিন্তা-ভাবনা করে আকাশ নতুন একটা আইডিয়া পেয়ে গেল।আজকালকা্র মেয়ে ফ্রেন্ডদের সাথে বেশি ক্লোজ হলে নাকি তাদের জান-সুইট হার্ট বলে ডাকলেও তারা মাইণ্ড খায়না।আকাশ মনে মনে ভাবল যে এখন থেকে মেয়েটাকে সে তুই-তুই করে ডাকবে।যেই ভাবা সেই কাজ।ওইদিন মেয়েটাকে অনলাইনে দেখা মাত্র সে “হ্যালো জানু ,whats up?” বলে নক করল।আকাশের এই আকস্মিক পরিবর্তনে মেয়েটা প্রথমে একটু হতভম্ভ হয়ে যায়।কিন্তু পরে মেয়েটা ভাবল, হয়ত আকাশ তাকে ভাল বন্ধু ভাবছে বলেই এই সম্মোধন করছে।তার পরের কিছুদিন ছিল আকাশের সুখের সময়।আকাশ যখন তখন মেয়েটাকে জান-ডারলিং সুইটহার্ট ডাকে।তবে সুখ বেশিদিন আকাশের কপালে সইল না।কারণ ,আকাশ প্রায় সময়ই ওই মেয়েটার এক বন্ধুর কাছে মেয়েটার খোজ খবর নিতো।মেয়েটার বেপারে আকাশের এই অতি আগ্রহ বন্ধুটির মনে সন্দেহ জাগায়।পরে ওই বন্ধুটি মেয়েটাকে জানায় যে হয়ত আকাশ মেয়েটাকে পছন্দ করে।সেদিন থেকে মেয়েটা যেন আকাশের সাথে কেমন ব্যাবহার করে।আকাশ কিছু বললেই মেয়েটা আকাশকে ধরে চরম পচানী মারে।কথায় কথায় আকাশকে আবাল-পুষ্টিহীন বলে গালি দেয়।আকাশের তাতে বেজায় কষ্ট হয়।হয়ত আকাশ একটু খাটো,একটু শুকনা,তাই বলে তাকে কেউ আবাল পুষ্টিহীন বলে ডাকছে-এটা আকাশ মেনে নিতে পারে না।
সব অপমান আকাশ মাটি কামড়ে সহ্য করছিল।কিন্তু সেটা চূড়ান্ত আকার ধারন করে কিছুদিন পরে।প্রেজেন্টেশন-এর জন্যে সেদিন মেয়েটা শাড়ি পরে ভার্সিটি এসেছিল।ওইদিন মেয়েটাকে দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকতে হয়।কারণ সে সামনে গেলেই যদি সবার সামনে মেয়েটা তাকে আবাল বলে ডাকে তাহলে তো তার ইজ্জত শেষ।ওইদিন রাতে আকাশ মেয়েটাকে ফেসবুকে নক করল।
আকাশঃ হ্যালো সুইটহারট!!!!!
ফাজিল মেয়েঃআরে আবাল,খবর কি তোর?
আকাশঃভালা আছি।দোস্ত,আজকে গোলাপি শাড়ীতে তোরে যে কি সুন্দর লাগতেছিল!!!!
ফাজিল মেয়েঃথ্যাংকু!!!!!!!!!!
আকাশঃদোস্ত,আজকে তোরে কেউ প্রপোজ করে নাই?
ফাজিল মেয়েঃওই বেকুব,মানুষের কোনো কাম-কাইজ নাই যে আমারে প্রপোজ করবে?
আকাশঃওকে জানু,আমিই তোরে প্রপোজ করবোনে।
(আকাশের কথা শুনে মেয়েটা একটু নড়েচড়ে বসে।বাঁশ মারার এখনি উপযুক্ত সময়।সে বহুদিন ধরে এই সময়টার জন্য অপেক্ষা করছিল।)
ফাজিল মেয়েঃপ্রপোজ করবি?ওকে,কর তাইলে।
মেয়েটার কথা শুনে আকাশ কেমন যেন শিহরণ অনুভব করে।বিগলিত হয়ে বলে -
প্রপোজ যেন কিভাবে করে?শিখায়ে দে!
ফাজিল মেয়েঃ তুই আমার পা ধইরা বল, “মা, তোমারে ছাড়া আমি বাঁচুম না।”
মেয়েটার এহেন কথা শুনে আকাশ আর নিজেকে শামলাতে পারেনা।তার দু’চোখ ভরে জল আসে।সে কোনোভাবে বলে, “আমার লগে মজা লস??আমি তরে মা ডাকুম কির লাইগা?”
এই কথা বলেই আকাশ অফ-লাইনে চলে আসে।সে আজ-কাল আর মেয়েটাকে খুব একটা ফেসবুকে নক করে না।সামনা-সামনি দেখলেও পালিয়ে বেড়ায়।বুক ফুলিয়ে মেয়েটার সামনে দাড়ানোর সাহস তার নেই।কারণ ,আকাশ সিক্স প্যাক না।বুক ফুলাতে চাইলেও তার বুক ফোলে না!
( সকল চরিত্রই কাল্পনিক।)
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




