ভারতে গিয়া মোগো প্রধানমন্ত্রী দেখাইল কি খেইল,
খালেদা জিয়া ওই দেশে গেলে পায়না এতটা বেইল।
মোগো বঙ্গনেত্রীর পুরানো বান্ধবী ইন্ডিয়ান মমতা,
যাদের উছিলায় তিনি পেয়েছেন এইবার ক্ষমতা?
উপঢৌকণ হিসেবে নিয়ে গেলেন দেশের ইলিশ,
হাজার হৌক গুরুজীকে করতে হয় তেল মালিশ।
গুরুজির হাতে তুলে দিলেন ‘হাসিনা রচনা সমগ্র’,
মমতা বললেন, “আমি থাকি পিছে তুমি থাক অগ্র।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




