০১) বিএনপির সূচনাকালে নেতা ছিল শীর্ষ যুদ্ধাপরাধী শাহ্ আজিজ। সে দেশের প্রধান মন্ত্রীও হয়েছে। জিয়া তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলো।
০২) জিয়া রাজাকারদের বিচারের আইন 'দালাল আদেশ' বাতিল করে তাদেরকে ছেড়েও দিয়েছিলেন।
০৩) বিএনপির জন্ম দেশের শ্রেষ্ট কিছু মুক্তিযোদ্ধার হত্যার মাধ্যমে।
০৪) জিয়া রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন নিষিদ্ধ জামায়াতে ইসলামিকে।
০৫) মহিলা জিয়ার শাসনামলে বাংলাদেশে প্রবেশের অনুমতি পেয়েছিল একাত্তরের গণহত্যার মাস্টারমাইন্ড নব্বই বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত রাজাকার গোলাম আজম।
০৬) মহিলা জিয়ার শাসনামলেই বাংলাদেশের নাগরিকত্ব পেল গোলাম আজম।
০৭) মহিলা জিয়া মন্ত্রিত্ব দিয়ে জাতীয় পতাকা তুলে দিলেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আলি আহসান মুহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামিদের গাড়িতে!
০৮) মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আরেক ঘৃণ্য জানোয়ার সালাউদ্দিন কাদের চৌধুরী খালেদা-শাসিত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য।
০৯) আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আবদুল আলিমও বিএনপিরই সাবেক নেতা।
১০) মহিলা জিয়া ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় রীতিনীতি ভেঙে চুরমার করে নিজের অবস্থানকে তোয়াক্কা না করে পাকিস্তানি সেনাকর্মকর্তা জানজুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন নজিরবিহীনভাবে। মহিলা জিয়া শোক প্রকাশ করলেন একজন পাকসেনার মৃত্যুতে, যে পাকসেনাটি একাত্তরে নিয়োজিত ছিল বাঙালিনিধনে ও ধর্ষনে।
১১) রাজাকারদের বিচার বানচাল ও তাদের মুক্তির জন্য যা-যা করা সম্ভব, এর সবই করে যাচ্ছেন মহিলা জিয়া ও তার দল। রাজাকারদের মুক্তির জন্যে যে যুদ্ধ, হতে পারে সেটিই আসল মুক্তিযুদ্ধ এবং এই হিশেবে খালেদা ও তার দলের নেতারা নিঃসন্দেহে আসল মুক্তিযোদ্ধা!
১২) গতকালই মহিলা জিয়া বলেছেন মুক্তিযুদ্ধের সময়ে আওয়ামী লীগ-নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান এবং আওয়ামী লীগের লোকজন মুক্তিযোদ্ধা না, মুক্তিবাহিনী।(তাজউদ্দীন ও তার সরকার কি মাছি মারছিল
এই পয়েন্ট ছাড়াও আরো অনেক পয়েন্ট আছে যা বুঝলে নির্দিধায় পরিষ্কার হবে বিএনপি দল হিসাবে বাংলাদেশের নাগরিকের ভোট পাবার যোগ্য কিনা।
দুর্নীতি ঘাটালে সেখানে হয়ত লীগ বি এন পির সাথে প্রতিযোগিতা করতে পারে তাই তা নিয়ে লিখলাম না।
ধর্মের কথা বলার দরকার নেই। বিএনপির সকল মহিলা নেত্রী আমার কাছে অপেক্ষাকৃত অধিক লালাময় তেতুলের মত
[আমার প্রতিটা পয়েন্ট ইতিহাসে পাতায় পাতায় আছে। যারা জানেন না তারা দূরে গিয়া মরেন। কমেন্ট যুক্তিদিয়ে করুন। ম্যাতকার করবেন না। ]
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




