একেবারে নতুন হলেও,এখানের অবস্থা দেখে আমি যারপরনাই হতবাক।আমি প্রথম যখন এখানে আসি আমি ভেবেছিলাম এটা সুস্থধারার একটি ব্লগ ।অনেক অসাধারন লেখা এখানে পড়েছি।
আমি নিজে কবিতা লেখার(হাস্যকর!) চেষ্টা করি দেখে কবিতা একটু বেশী পড়েছি।
"দেবদ্বারু","মাছরাঙ্গা","মানুষ","সী শার্প(ইমন আপু)","হোসেইন"এদের লেখা আমার অসাধারন লাগত ।যেমন চতুরভূজের লেখাও আমার ভালো লাগত ।(হয়ত আমি সাহিত্য বুঝি না,কিন্তু সত্য বলতে ভয় পাই না ।)
কিছুদিন যাবার পর আমি আবিষ্কার করলাম এখানে কিছু দল আছে,তারা দল বেধে অপরপক্ষকে আক্রমনেই ব্যস্ত ।প্রতি ৫ টা পোস্টের একটা অন্তত ব্যক্তিগত আক্রমনের উদ্দেশ্যে হয় ।
যতদুর জানি,অধিকাংশ ব্লগারই আমার চেয়ে বয়সে বড় ।কিন্তু তাদের শিশুসুলভ অপরিনত আচরনে আমার শুধু হাসি এসেছে ।
ব্লগে এপর্যন্ত যা দেখেছি,
আমার চিহ্নিত দলগুলো হলো(নাম উল্লেখ করবো না)
১।আওয়ামীলীগ পন্থী একদল মেরুদন্ডহীন মানুষ,যারা চায় ধ্বংসস্তুপে বসে অতীত কীর্তি উপভোগ করতে ।
২।একদল কট্টর রাজাকার,এদের কেনো ব্লগিং করতে দেয়া হচ্ছে সেটাই রহস্যের!
৩।ড.জাকির নায়েক দ্বারা ব্রেইওয়াশড একদল ধর্মীয় তার্কিক,যাদের অধিকাংশ কথার কোনো যুক্তি নেই ।
৪ ।একদল মুখোশধারী রাজাকার,যারা মাঝে মাঝে ইসলামের কথা বলে,মাঝে মাঝে মুক্তিযুদ্ধের কথা বলে ডাইভার্শন সৃস্টি করে ।
৫ ।একদল পাড় নাস্তিক যাদের একমাত্র কাজ হচ্ছে ধর্মের সাথে তর্ক করা ।এই গোষ্ঠী অত্যন্ত গোড়া ।
৬ ।কিছু রাজাকার বিরোধী মানুষ(সাধুবাদ জানাই) ।কিন্তু প্রায়ই বিনাকারনে মানুষের পেছনে লেগে হেনস্তা করে এরা ।
৭ ।কয়েকজন নিভৃতচারী কবি,যারা এই ব্লগের আসল রত্ন ।
৮ ।এবং কিছু দলাদলিতে পারঙ্গম ভ্যাগাবন্ড,যারা পোস্ট করেন না কিছু,ঝগড়া বিবাদ করে বেড়ান ।
৯ ।কিছু নিম্নসাহিত্যজ্ঞানী নিম্নপদ্য রচয়িতা অকবি,এদের মাঝে একটা সাবগ্রুপ আছে যারা কেবলমাত্র মেয়েব্লগে ঢোকে,সারাক্ষণ ফিমেল ট্যালেন্ট হান্টে ব্যস্ত থাকে,(ফিমেলরা কিছু মনে করবেন না,আপনাদের অনেকেই,সবাই হয়ত নয়,অনেক ভালো লেখেন ।তবে আবর্জনা পোস্টের অথর ছেলেরাই বেশী ।আমি ঐ সকল পরজীবি কে উল্লেখ করছি,যারা আসলেই অসাধারন তাদের নয় ।আর ফিমেল ট্যালেন্ট হান্টের দোষ দিচ্ছি না,তবে যারা কেবলমাত্র এতেই ব্যস্ত তাদের বলছি )
আসলে আমরা হয়তো জাতি হিসাবে অনেক নষ্ট,
তার বিরতিহীন প্রমান পাওয়া যায় এই ব্লগে ।আমাদের সংস্কৃতি নিম্নধারার। নাহলে মানুষের বুদ্ধমত্তার বিকাশ এত কম হয় না ।এই ব্লগে আপনারা মনে হয় দলাদলিজনিত ঝগড়ায় আগ্রহী বেশী,সুস্থ ব্লগিং এ নয় ।
আপানাদের জন্য করুনা হয় আমার,
i feel pitty for all of u,please grow up!
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




