somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেছে বেছে বাংলাদেশের স্পর্শকাতর গোয়েন্দা সংস্থাগুলোই টার্গেট!

১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিআইএর গোপন কারাগারে বন্দিদের ওপর নির্যাতনের দলিলপত্র শেষপর্যন্ত প্রকাশ করলেন না। অভিযুক্ত সিআইএ কর্মকর্তাদেরও অব্যাহতি দিয়েছেন যে কোনোরকম বিচার থেকে। আমরা যারা গুয়ান্তানামোর অকথ্য নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার, তারা নিশ্চিতভাবেই হতাশ এ খবরে। কিন্তু শেষ বিচারে এটিই দেশপ্রেম! কারো বিরুদ্ধে যাক কিংবা পক্ষে- বারাক ওবামার কাছে তার দেশের স্বার্থই সবার ওপরে। মুখে মানবাধিকারের ফেনা তোলে যে যেসব সংগঠন, তাদের সেখানে করার কিছু নেই। তাদের 'মানবাধিকারের মান' পশ্চিমা দেশের জন্য একরকম- কোমল ও নতজানু। তৃতীয় বিশ্বের দেশের জন্য সেটি আবার অন্যরকম- কঠোর ও কঠিন। তৃতীয় বিশ্বের সার্বভৌম গরিব দেশগুলোকে তারা চোখ রাঙাতে দ্বিধা করে না। সম্প্রতি নিউ ইয়র্কভিত্তিক এমনই এক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এককাঠি এগিয়ে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) প্রয়োজনে বিলুপ্ত করার পরামর্শ দিয়েছে। তাদের পরামর্শ দেওয়ার ভঙ্গিটি এমন যে, আগামী বছরের প্রতিবেদনে হয়তো তারা খোদ সামরিক বাহিনীকেই বিলুপ্ত করার পরামর্শ দিয়ে দিতে পারে!

গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কয়েকজন 'চোরের মা'
গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের বিরুদ্ধে প্রথম আঘাতটি এসেছিল দুর্নীতির দায়ে অভিযুক্ত কয়েকজন সংসদ সদস্যের তরফে। জাতীয় সংসদে রাশেদ খান মেনন অভিযোগ আনেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ ও শারীরিক-মানসিক নির্যাতন করেছে ডিজিএফআই। তিনি বলেন, ডিজিএফআই কী নির্মমভাবে আব্দুল জলিল, শেখ সেলিম ও মহীউদ্দীন খান আলমগীরের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, তা সকলেরই জানা আছে।
সংসদে মেনন বলেন, ‌'এখন আমাদের সংসদীয় কমিটি গঠন করে ডিজিএফআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেই হবে।' আবদুল জলিল, মহিউদ্দিন খান আলমগীরসহ আরো কেউ কেউ সংসদীয় তদন্ত কমিটি গঠন করে ডিজিএফআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উদ্দেশ্য স্পষ্টই ছিল। ফলে এদের অভিযোগ হালে পানি পায়নি। তবে চক্রটি হালও ছাড়েনি। যদিও তাদের বড়ো গলা শুনে মানুষ হেসেছে নিশ্চিত। দুর্নীতিবাজ এইসব রাজনীতিবিদকে জিজ্ঞাসাবাদের অডিও টেপগুলো এই মুহূর্তে ইন্টারনেটে আপলোড করতে পারছি না ধীরগতির সংযোগের কারণে। যারা এর আগে টেপগুলো শুনেছেন, তাদের নতুন করে কিছু বলার নেই। যারা শোনেননি, তারা যদি শুনতেন, রাশেদ খান মেননদের অভিযোগের অন্তঃসারশূন্যতা সহজেই বুঝতে পারতেন।

বেছে বেছে রাষ্ট্রের স্পর্শকাতর সংস্থাগুলোই টার্গেট
ডিজিএফআই বা ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশের একমাত্র সামরিক গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য যা কিছু সম্ভব, তা বাস্তবায়ন করাই তাদের মূল কাজ। একইসঙ্গে সামরিক বিষয়াদিও তারা দেখাশোনা করে। সামরিক বাহিনী নিজেরা বেতন-ভাতা-সুযোগ-সুবিধা-অবকাঠামো দিয়ে কিছু লোক পোষে, যার পোশাকি নাম ডিজিএফআই, আর তাদের অন্যতম কাজ হচ্ছে সামরিক বাহিনীর দুর্বলতা খুঁজে বের করা। বাংলাদেশে আর কোনোখানে আপনি এইরকম উদাহরণ পাবেন?
গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দীর্ঘ এক অবিশ্বাস্য অভিযান চালিয়ে ডিজিএফআই ও অন্য সংস্থাগুলো একইসঙ্গে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অসৎ আমলা, অসাধু ব্যবসায়ী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত- সবারই চক্ষুশূল হয়েছে। নির্বাচনের পর থেকেই আবদুল জলিল-তারেক রহমান, রাশেদ খান মেনন-মখা আলমগীর, জাপা-জামাত, আমলা-ব্যবসায়ী- সবাই ডিজিএফআইকে একহাত দেখে নিতে চাইছে। রাশেদ খান মেনন-আবদুল জলিল থেকে মার্কিন মুল্লুকের হিউম্যান রাইটস ওয়াচ - সবারই স্বর এই এক জায়গায় একই।
এলিট ফোর্স র‌্যাব নিয়ে কথা উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচ এই এলিট ফোর্সকেও বিলুপ্ত করার পরামর্শ দিয়েছে। অভিযোগ ‌'ব্যাপক মানবাধিকার লঙ্ঘন'। এনকাউন্টারে র‌্যাব কর্মকর্তাদের কার কী স্বার্থ আছে, আমার জানা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি কতোটা নাজুক হয়ে উঠলে, সন্ত্রাসী তৎপরতা কতোটা ভয়ংকর হয়ে উঠলে, সরকারকে র‌্যাবের মতো এলিট ফোর্স গঠন করতে হয় এবং সেই এলিট ফোর্সকে এনকাউন্টারের মতো চরমপন্থার আশ্রয় নিতে হয় - তা আমাদের কারোরই অজানা নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নিজেই গতকাল সাংবাদিকদের বলেছেন, ‌'সন্ত্রাসীরা পুলিশের চেয়ে র‌্যাবকেই বেশি ভয় পায়। কার্যক্ষেত্রে এর প্রমাণ পাওয়া গেছে। জঙ্গিবাদী, সন্ত্রাসী নিয়ন্ত্রণ বা দমনে পুলিশের পাশাপাশি র‌্যাবের প্রয়োজন আছে।'

এই মুহূর্তে সরকারের জরুরি কাজ হচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টের কড়া প্রতিবাদ জানানো। হিউম্যান রাইটস ওয়াচকে কঠোর ভাষায় জানিয়ে দিতে হবে, একটি সার্বভৌম দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা সম্পর্কে হিউম্যান রাইটস ওয়াচের মতো একটি সংস্থা এ ধরনের চরম আপত্তিকর মন্তব্য করতে পারে না।

আগামী পর্বে : গোয়েন্দা সংস্থাগুলো কি ধোঁয়া তুলসীপাতা?
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৫
২৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×