প্রথমেই আমাদের সবার প্রিয় উইন্ডোজ ৭ Ultimate (64 বিট)
শুধু মাত্র ১৮৫০০/= টেকা ।
আমরা এইসব দামি পন্য ডিভিডি আকারে বাজারে ঘাট হতে ৫০/৬০ টাকায় ক্রয় করে থাকি।
যারা কিনছেন তারা একটু দূরে গিয়া বসেন।আর, যারা কিনেন নাই তারা সাথে থাকেন।
এবার উইন্ডোজ ৭ প্রফেসনাল ৩২ বিট এবং ৬৪ বিট
দাম মাত্র ১১৫০০/= থেকে ১১২০০/= টাকা
যাই হোক এবার আসেন...... উইন্ডোজ ৮ এ... নয়া জিনিস...। সবারই ইউজ করতে মন চায় ।তবে অবশ্যই ফ্রীতে।
বেশি না
ইহাও আমরা ৫০/৬০ টাকায় ক্রয় করিয়া থাকি।দোকানদার আমার বন্ধু মানুষ ,তাই ২৫/= টাকায় দিছে। উনি আমারে এই বলে আশ্বস্ত করেছিলেন যে "আমার কোনই লস হয়নাই"
এইবার আসি মাইক্রোসফট অফিস এ>> মাইক্রোসফট অফিস 2010। প্রায় আমরা সবাই ইউজ করছি। এক্ষন অবশ্য মাইক্রোসফট অফিস 2013 ইউজ করি ।
প্রথমেই দামটা দেখেন!!!
মাত্র ৩০০০০/= টাকা।
হয়তো ,আর বলে দিতে হবে না . যে..... এটা আমরা কতো টাকা খরচ করে কিনি?ভাইডি , , ,আমার কম্পুর দামই তো এইডার কাছাকাছি.........এইডা কিনমু ক্যামনে!!!!!আর বুঝতে হবে """সব সম্ভবের দেশ বাংলাদেশ" তাই,এখানে এইডা ৩টা শুন্য কইমা দাম ৩০/=টাকা হইছে। আর যাদের হাইস্পিড ইন্টারনেট কানেকশন আছে তারা গুগল মামার সহায়তায় ৫ মিনিটে লিঙ্ক পাইয়া যায়।। আর্ টরেন্ট হইলে তো কোন কথাই নাই!!!!!
আচ্ছা, এইবার আসি অ্যান্টিভাইরাসের কথায়>>>>>>>>> ভাইরাস নিয়া কিছু কথা বলি>
-ভাইরাস কি?
ঊত্তরঃএকটি ক্ষতিকর প্রোগ্রাম?
-তাইলে এইসব প্রোগ্রামের নাম ডেঞ্জারাস প্রোগ্রাম বা সিরিয়াস প্রোগ্রাম জাতীয় কিছু হয়নাই কেন?এটার নাম বায়োলজির সহায়তায় নেয়া হল কেনো?
-এই ধরনের কিছুই না...এটার নাম ডেঞ্জারাস প্রোগ্রাম বা সিরিয়াস প্রোগ্রাম জাতীয়ই রাখা হয়েছে। ভাইরাস মানে হল> (Vital Information’s & Resources are Under Seize) সংক্ষেপে VIRUS ।মানে (প্রয়োজনীয় তথ্য ও সম্পদ বাজেয়াপ্ত)
এখন যৌক্তিক মনে হচ্ছে তো।
অ্যান্টিভাইরাসের
আচ্ছা,প্রথমেই ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস এ.........
এই অ্যান্টিভাইরাসের দাম ৬৭০/= আর ইন্টারনেট সিকিউরিটি ৯০০/= ।দাম খুব বেশি না। তয় ,এই বান্দা এত টাকা লস করার বান্দা না!(আসলে, এতো টাকা খরচ করতে মন চায় না)
আমি ট্রায়াল ভার্সন ডাউনলোড কইরা... keygen ডাউনলোডে বিশ্বাসী । এছাড়া , টরেন্ট আছে কি করতে?
এইবার নরটন>>
দাম কিঞ্চিত কম।ইহা,আমার সবচেয়ে প্রিয় অ্যান্টিভাইরাস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অসাধারন।আর , ক্যাসপারস্কির চেয়ে ক্র্যাক করা অনেক সহজ। কামে কাজেও অনেক ভালা পাই । তবে আমার মতে সিরিয়াস ভাইরাস এর ক্ষেত্রে "বিট ডিফেন্ডার " আর "ক্যাসপারস্কি" ই সেরা ।তবে সাধারন ইউজেস এর জন্য নরটনই সেরা ।
আর থাকে এ.ভি.জি ।আমার কাছে এইডারে একটা জলজ্যান্ত কৌতুক বলে মনে হয়। পুরাই আকাইম্মা একটা অ্যান্টিভাইরাস।
এইগুলা সবগুলোই ।বিডিস্টল থেকে নেয়া। স্ক্রীনশট গুলো কয়েকদিন আগে থেকেই নিয়ে রাখছিলাম।
--------------------------------------------------------------------
যাই হোক , আমরা এইগুলা প্রায় বিনাপয়সায় ইউজ করি। কিন্তু এটা কি করা উচিৎ? হয়ত্ আমার চেয়ে আপনারাই বেশি জানেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




