ভেতর থেকে আমি পঁচা মাটির গন্ধ পাই,
কেঁচো মাটি খুঁড়লে যে গন্ধ হয় ঠিক তাই।
আমি নষ্ট হয়ে গেছি,
মাঝে মাঝেই ব্যথায় কুঁকড়ে উঠি।
ট্রাকিয়া দিয়ে আগে বেরুত কার্বন ডাই অক্সাইড,
অক্সিজেন নেয়ার বদলে;
এখন নিঃশ্বাস মিশেছে বিষাক্ত ক্যামিকেলে।
যকৃতের কৃষ্ণাবরণ হৃন্দ্রিয় থেকে দেখছি, ভেতরটা ফাঙাসরা দুর্বিষহ করে তুলেছে ।
ফুসফুসের পর্দায় ঘা, ক্ষতসমূহের প্রগাঢ় ছিদ্রগুলো বলছে বিরাট এক ঝুঁকির মধ্যে বাস করছি।
ব্যাকটেরিয়াগুলি মহা উল্লাসে আমার অ্যালভিওলার থলিতে প্রেতাত্মার মতো করে চেঁচাচ্ছ ে।
ভাইরাসের ইনফ্যান্ট্রি আমার অন্তজঃকোষ সমূহকে করেছে এক একটা রক্তাত্ব যুদ্ধক্ষেত্র!
পুঁজে ও নোংড়া পানিতে আমি আজ ক্ষীয়মান এক মানব।
নিকোটিনের বিষ দিয়ে যেন ব্রঙ্কিওলগুলোকে শেষ করে ফেলেছি।
হ্যাঁ ইশ্বরকে দেখে আমি সটকে পরেছিলাম
যদিও তিনি এসেছিলেন আমার পিছু পিছু ।
আগলে রাখতে চেয়েছিলেন বলে আমি তাকে অভিশাপ দিয়েছি, শুধুই অভিশাপ ।
মহাবিস্ফোরণ তাকে জন্ম দিয়েছিল, আজ অবধি তিনি সময় ।
আমি চলেছি আমার মতো ।
অচেতন পেছনে পড়ে রয়েছে দিন, রাত ও প্রবাহগুলি,
ইশ্বরকে এখন বলতে ইচ্ছে করে আরো অনেকদিন আমার সাথে থাকার জন্য ।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৩