কাব্য বড় অদ্ভুত জিনিস। অদ্ভুত সুন্দর। সুন্দর সুন্দর বিষয়ের প্রতি সুন্দর সুন্দর ছন্দমালার নৈবেদ্য। এই যেমন ধরেন সুন্দরী মহিলা, গোলাপ ফুল, আধখানা চাঁদ, প্রকৃতি, নানাবিধ প্রেম ইত্যাদি নিয়ে কাব্যচর্চাকারীগন দিস্তার পর দিস্তা কাগজ ভরিয়ে ফেলতে পারেন। চোখের অগোচরে থেকে যায় দৈনন্দিন অসুন্দরগুলো। এই যেমন কাঁচাকলাই ধরুন না কেন?
আমার কাব্যের প্রতি আগ্রহ অপ্রতুল, খুব বেশি ঐ ঘাট মাড়াই না। কিন্তু, হলফ করে বলতে পারি আজ পর্যন্ত কাঁচাকলা নিয়ে দরদ মাখানো কোন কাব্য পড়িনি। আহা বেচারা, সকলেরই জীবনে সে আছে, কিন্তু তার স্বীকৃতি কই?
কাব্যে আমার গ্রিপ-টা আবার একটু কম কিনা। নতুবা আমিই হয়তো লিখে ফেলতুম। আপাতত এইটে - শুরুটা তো হোক।
----------------------
ওহে তরুণ কদলী
লবন তেল মরিচ দি' ডলি
সভ্যতার কনক্রিট অরণ্যে;
পেটে ব্যাথা, গুরুপাক, কোষ্ঠকাঠিন্যে
মাছে ভাতে মিশে আছো -
বাঙালীর,
প্রতি নলা অন্নে।
নিয়তির পরিহাসে সবুজ বোরকায়
নিয়ে অশুদ্ধ রসায়নের ছোবল,
অচিরেই হয়ে ওঠো অকালপক্ক্ব
হাল্কা মিষ্টি, রঙিন, হলদে-ধবল।
শিকারি শিকার চেনে,
কলার ব্যাপারী চেনে কলা,
আক্রার বাজারে হতভম্ব -
পথ হারিয়ে তোমার পথচলা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




