রথম জনঃ "ভাই, এবার আপনি গরু না খাসি?"
দ্বিতীয় জনঃ (উনি সম্ভবত অর্থসংকটে আছেন - মুখ কাঁচুমাচু করে) "আমি এবার জোড়া খাসি। আপনি?"
প্রথম জনঃ (গর্ব সহকারে) "আমি গরু!"
তা আপনি গরু বা খাসি যেটাই হোন না কেন, মনে রাখবেন - সবার ওপর মানুষ সত্য, তাহার ওপরে নাই!
আসেন এবার আমরা গরু-খাসি না হয়ে মানুষ হই। আর কুরবানী দেয়ার পর এই গরীব দেশের গরীব শহরের গরীব সিটি কর্পোরেশনের প্রতি দয়া দেখিয়ে নিজ নিজ বাসার সামনের রাস্তাটা (যেখানে সাধারনত কুরবানীর পশু জবাই করা হয়) নিজ উদ্যোগে পরিস্কার করে ফেলি। যাতে আর যাই হোক - মানুষের অসুবিধা না হয়।
সবাইকে ঈদের শুভেচ্ছা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




