ফেসবুকের বাংগালীদের অদ্ভুত কিছু সমস্যা আছে।
এক জায়াগায় দেখলাম তামিম ইকবাল নাকি অটোগ্রাফ প্রত্যাশী এক নারীকে মা***দ বলে গালি দিছে।
ভিডিওটা দেখলাম, খুব সহজভাবেই বুঝলাম ক্যামেরা যার হাতে ছিল তার থেকে খানিকটা নিচে গ্যালারী থেকে একদল মানুষ তামিম, তামিম, ভুয়া ভুয়া বলে চিৎকার করতেছিল।
সে সময়ই তামিম ইকবাল সিড়ি দিয়ে উপরে উঠা আরম্ভ করে। তখন ক্যামেরাওয়ালা'র পাশে থেকে একটা মেয়ে অটোগ্রাফ চায়।
তামিম তখন, ঐ নিচের ভুয়া গ্রুপটা পাড় হইতেছিল, এবং তখনই গালিটা দেয়।
মেয়েটাকে না, ও গালি দেয় ওকে উত্যক্ত করা পোলাপানগুলারে। এমনকি ভিডিওতে পরিষ্কার দেখা যায়, ও যখন ক্যামেরার পাশে থাকা মেয়েটাকে ক্রস করে তখন তার দিকে একটু তাকায়ও।
কিন্তু যেই ভিডিওটা আপলোড করছে, মানুষের ইমোশনে হিট করার জন্য অটোগ্রাফ প্রত্যাশী মেয়েকে গালি দেয়ার কাহিনী বানাইছে। এবং পুরোপুরি ফ্যাসাদবাজি করছে।
---------------------
অনেকে বলবেন যে কাউকে গালি দেয়া অনুচিত।
আমি বলবো, একজন খেলোয়াড়ের কাছে মহাত্মা গান্ধি মার্কা আচরন আশা করাটাই অনুচিত, আর সেই খেলোয়াড় যদি হয় একটা জাতীয় দলের হার্ড হিটার ওপেনার তাহলে তাকে উত্যক্তকারীদের জন্য শুধু গালি না, বরং ব্যাট দিয়ে স্পটেই পিটানো জায়েজ!
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




