somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতে ইসলামে'র ১৩টি দাবী'র 'মেরিট ও প্রযোজ্যতা'র নিরিখে একটি নিরপেক্ষ বিশ্লেষন!!!

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একেক গ্রুপ নিজ নিজ মনের মাধুরী মিশিয়ে হেফাজতে ইসলামের ১৩ দফা'র ব্যাখ্যা দিচ্ছে, এবং মানুষ'কে বিভ্রান্ত করছে।

আমি আমার পক্ষে যতটুকু সম্ভব মেরিট এবং বাস্তবায়নযোগ্যতা'র উপর ভিত্তি করে নিরপেক্ষভাবে বিশ্লেষন করলাম দাবীগুলোর।

নিচে বিশ্লেষন:

---------

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি
হেফাজতে ইসলাম বাংলাদেশ ১৩ দফা দাবিতে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। দাবিগুলো হলো:

১. সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন এবং কোরআন-সুন্নাহবিরোধী সব আইন বাতিল করা। ---

(Merit) = অবাস্তব দাবী

(বিশ্লেষন-) ( এটা সংসদের এখতিয়ারভুক্ত ব্যাপার, জনপ্রতিনিধি'র মাধ্যমে সারা দেশে'র জনগণই সিদ্ধান্ত নিবে, কোন সংগঠন এই দাবী তুললে তা যথাযত হয় না)

(Implementation Possibility / প্রযোজ্যতা) = অগ্রহনযোগ্য দাবী।

----
২. আল্লাহ্, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুত্সা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাস।

-যৌক্তিক দাবী

( মৃত্যুদন্ডের যোগ্য অপরাধ হলে তাই হবে, কিন্তু বর্তমান আইনও যথেষ্ট শক্ত, ১০ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানাও যথেষ্ট ভাল আইন)

--- ইতিমধ্যে বাস্তবায়িত দাবী!
----
৩. কথিত শাহবাগি আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয় নবী (সা.)-এর শানে জঘন্য কুত্সা রটনাকারী ব্লগার ও ইসলামবিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা।

-যৌক্তিক দাবী ,

(দেশবাসীও এটা চায়)

--- ইতিমধ্যে বাস্তবায়িত দাবি।
---

৪. ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা।

-- যৌক্তিক দাবী,

(বিজাতীয় সংস্কৃতি'র বিরুদ্ধে আমরা প্রতিটা বাংলাদেশী মানুষ, ডোরেমন- হিন্দি সিরিয়ালসহ কলকাতা'র সংস্কৃতি বাংলার সংস্কৃতি'কে গ্রাস করতে পারে না। এমনকি সরকার নিজেও)

--- বাস্তবায়নযোগ্য দাবী।
---

৫. ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।

-যৌক্তিক দাবী

( ইসলাম ধর্মীয় শিক্ষা উঁচুমানের নৈতিক শিক্ষা দেয়, এবং বর্তমানেও সব স্তরে এই শিক্ষা আছে, নতুন করে করার কিছু নেই)

= ইতিমধ্যে বাস্তবায়িত দাবী।


৬. সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতত্পরতা বন্ধ করা।

-যৌক্তিক দাবী

( কাদিয়ানীরা কাদিয়ানী ওদের অমুসলিম নয় কিন্তু কাদিয়ানী ঘোষনা করা প্রয়োজন)

-- বাস্তবায়নযোগ্য দাবী

৭. মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ-ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা।

-ঘোলাটে দাবী

( কেউই চায় না ঢাকা মূর্তি'র নগরী হোক, তবে মানুষ যেখানে যেটা চাইবে সেটাই করা হোক, মসজিদ বা মূর্তি কোনটাই প্রায়োরিটি বা দমন করা যাবে না আইনের আলোকে)

--- অবাস্তব দাবী।

৮. জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধাবিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ-নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধাদান বন্ধ করা।

- অত্যন্ত যৌক্তিক দাবী --

(সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইবাদতে'র ক্ষেত্রে বাঁধা কাম্য নয়)

---বাস্তবায়ন হচ্ছে তবে কিছুটা সুনজর দরকার।


৯. রেডিও-টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি-টুপি ও ইসলামি কৃষ্টি-কালচার নিয়ে হাসিঠাট্টা এবং নাটক-সিনেমায় নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস-পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করা।

-অত্যন্ত যৌক্তিক দাবী,

( এ বিষয়ে সরকার থেকে মিডিয়ার প্রতি অভিবাবকসুলভ নির্দেশ কাম্য)

-- বাস্তবায়নযোগ্য দাবী।

১০. পার্বত্য চট্টগ্রামসহ দেশব্যাপী ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিষ্টান মিশনারিগুলোর ধর্মান্তকরণসহ সব অপতত্পরতা বন্ধ করা।

-- যৌক্তিক দাবি,

( পার্বত্য চট্টগ্রাম সেনসেটিভ এরিয়া, জঙ্গী এবং বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে সেখানে বিদেশীদের আনাগোণা নিয়ন্ত্রন প্রয়োজন)

-- বাস্তবায়নযোগ্য দাবী

১১. রাসুলপ্রেমিক প্রতিবাদী আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র ও তৌহিদি জনতার ওপর হামলা, দমন-পীড়ন, নির্বিচার গুলিবর্ষণ এবং গণহত্যা বন্ধ করা।

--অত্যন্ত যৌক্তিক দাবী

( সরকার রাসুল প্রেমিকদের নয়, রাসুল প্রেমিক সেজে বিশৃঙ্খলাকারী রাজাকার সমর্থকদের দমন করছে, তবে সরকার'কে আচরন নিয়ন্ত্রন করতে হবে)

--- ইতিমধ্যে বাস্তবায়িত দাবী।

১২. সারা দেশের কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক, ওলামা-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতিবকে হুমকি-ধমকি, ভয়ভীতি দানসহ তাঁদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা।

-- অত্যন্ত যৌক্তিক দাবী,

( এটা সুশাসনকামী এবং সভ্য সমাজে বসবাসরত সকলের দাবী )

--- ইতিমধ্যে বাস্তবায়িত দাবী।

১৩. অবিলম্বে গ্রেপ্তারকৃত সব আলেম-ওলামা, মাদ্রাসাছাত্র ও তৌহিদি জনতাকে মুক্তিদান, দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

- যৌক্তিক দাবী

( যারা রাজাকার সমর্থক নয় তাদের মুক্তি এবং ক্ষতিপূরণ দেয়া উচিত)

-- বাস্তবায়নযোগ্য দাবী।


-------------------

সুতরাং, দাবীগুলো'র মেরিট অনুযায়ী ১৩টার ভেতর দেখা যাচ্ছে, ১টা অবাস্তব দাবী এবং ১টা ঘোলাটে দাবী ছাড়া বাকী ১১টা'র ভেতর ৪টা অত্যন্ত যৌক্তিক দাবী আছে, আর বাকী ৭টা যৌক্তিক দাবী।

আর বাস্তবায়ন সম্ভাবনা বিবেচনা করে দেখা যায়, ১৩টা'র ভেতর, ১টা অগ্রহনযোগ্য, ১টা অবাস্তব দাবী এবং ১টা আন্তরিকতাকামী দাবী রয়েছে। বাকী ১০টা দাবী'র ৫টাই ইতিমধ্যে বাস্তবায়িত দাবী, আর ৫টা বাস্তবায়নযোগ্য দাবী রয়েছে।


-------------------

সবশেষে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার ব্যাক্তিগত মত, সরকার ২০০৬ সালে'র আইন অনুযায়ী অপরাধী ব্লগারদের দ্রুত বিচারের সম্মুখীন করে এই পরিস্থিতি নিরসনে ভূমিকা রাখতে পারে।

হেফাজতে ইসলাম'কেও বুঝতে হবে ঢাকা শহরের প্রশাসনিক গুরুত্ব এবং রাষ্ট্রের সীমাবদ্ধতা।
৪৪টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

শিব নারায়ণ দাস নামটাতেই কি আমাদের অ্যালার্জি?

লিখেছেন ...নিপুণ কথন..., ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৫৭


অভিমান কতোটা প্রকট হয় দেখেছিলাম শিবনারায়ণ দাসের কাছে গিয়ে।
.
গত বছরের জুন মাসের শুরুর দিকের কথা। এক সকালে হঠাৎ মনে হলো যদি জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসের সঙ্গে দেখা করা সম্ভব... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

প্রতি মাসে সামু-ব্লগে ভিজিটর কত? মার্চ ২০২৪ Update

লিখেছেন জে.এস. সাব্বির, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০৮

মার্চ ২০২৪ সালে আমাদের প্রিয় সামু ব্লগে ভিজিটর সংখ্যা কত ছিল? জানতে হলে চোখ রাখুন-

গত ৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি ভিউ ছিল জানুয়ারি মাসে। ওই মাসে সর্বমোট ভিজিট ছিল ১৬... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×