![]()
শুভমিতা,
নয়নতারা ফুল গুঁজে দেবার শখ ছিল,তোমার অগোছালো চুলে
সাধ ছিল ঘুম জড়ানো বিকেলে,চায়ের কাপ হাতে বসব দুজন
মুখোমুখি নয় পাশাপাশি।
তুমি পাশে আছো,এই ভাবনাই আমার অনেক প্রাপ্তি
চন্দ্রাহত মানুষের যেমন নীল জোছনা
আমার সাদাকালো জীবনে তোমার ছিটিয়ে দেয়া রঙ
একদিন দারুণ শিল্প কর্ম হবে।
বিকেলের রোদ আড়মোড়া ভাঙ্গে শেষ বেলায়
তোমার স্বলজ্জ হাসি দেখে ফিরে যাবে সেও
সময় এগিয়ে যাবে অজানা অস্বাভাবিক গতিতে
আড় চোখে তুমিও দেখবে,অসমাপ্ত আমাকে
চোখে চেয়ে, চোখ পড়বে,মন খুলে দেখবে
আর আমি,
তোমায় দেখব চায়ের কাপে ভালবাসা মেসানো তরলে
ভুলেও মনে করব না
সিগারেট আর লাইটার লুকিয়ে আছে তোমার সযত্ন আঁচলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




