অনেক দিন ধইরা খুব চাপের মইদ্যে আছি। চাপের মইদ্যে থাকোনডারে বলে চিপায় থাকা।চিপায় থাকতে থাকতে মাথা ঠিক মতো সার্ভিস দিতাছে না
বিভিন্নরকম মানষিক চাপে থাকার কারনে মন মতোন পোষ্ট দিতে পারতাছি না । টাইপ করতে বইলেই সব কিছু ভুইলা যাই। শিরোনামে উল্লেখ করা ব্যাক্তিগত এই ছবিটা প্রকাশ করলাম, আমার বাজারের লিষ্ট। ব্যান খাওয়া আমার একদম অপছন্দ, দুই ধরনের ব্যান খাইতে আমি রাজী না একটা হইলো রবারব্যান, আরেকটা হইলো ব্লগের ব্যান। ব্যাক্তিগত জিনিষ ব্লগে প্রকাশ করলে ব্যান খামু কিনা বুঝতাছি না
এই লও ফর্দ দেখুম কেমুন মর্দ !
মোবাইলের ইউজার রা লিষ্ট দেখতে এইখানে ক্লিকান
এই ধরনের হুমকি মুলক বাজারের লিস্ট পায়া আমি আরও চাপের মুখে আছি
ব্লগার জেমস বন্ড এই ছবিটার বেপারে জানে। ফেবুতে কইছিলো পোষ্ট দিলে আমারে বুলে বিয়াপুক পচাইবো এই ছবিডা লয়া, দেহি অখন কি কমেন্টস দেয় । আর ব্যাক্তিগত ভাবে পরিচিত ব্লগারদের কাছে অনুরোধ এই পোষ্টের বেপারে আমার গিন্নিরে অবহিত কইরেন না এমনিতেই অনেক চাপের মুখে আছি।
ঈদের ছুটিতে দেশের বাড়িতে যাওয়া সকল এর প্রতি রইলো শুভ কামনা । আর ভালো ভাবে দ্রুত ফিরে আসার অনুরোধ। সবাই সাবধানে যাবেন ভালো থাকবেন
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





