আমি পদ্মা সেতুর দূর্নীতি, চিটাগাং ফ্লাই ওভার দূর্নীতির বিচার চাই,
কারণ আমি ওদের চোখে দেশদ্রহী,
ওরা দেশপ্রমিক কারণ ওরা পদ্মা সেতুর দূর্নীতি সহ রেল, ব্যাংক সকল প্রকার দূর্নীতিতে চ্যাম্পিয়ান
আমি বোকা, কারণ আমি কেন বুঝি না যে
সুরন্জিত এর টাকার বস্তা সুরন্জিতের না,
যেটা হাওয়া থেকে ভেসে এসেছে,
তার পিছনে কেন শুধু শুধু লাগতে যাওয়া!!
স্বরাষ্ট্রমন্ত্রীর ৩ দিন এলো গেলো,
সাগর-রুনির হত্যাকারীরা ধরা ছোয়ার বাইরেই রয়ে গেল
আমি ফটকা ব্যবসায়ী কারণ শেয়ার বাজারে আমার টাকা জুয়ারীদের পকেটে যায় ৯৬ আর ২০১০ এ দু’দুবার,
আর BAL নাকে তেল মেরে ঘুমায়
আমি কেন যে সহমত হই না যে ফটকা ব্যবসার বৈধতা সরকার দিতেই পারে
আমি কেন যে বুঝি না তেল,বিদ্যুত, গ্যাস এর দাম সরকার দিবে কোথা থেকে,
কারণ সরকার তো কুইক রেন্টলের নামে অনেক লোকসান করছে!!
ভারতের বন্ধুরা ভারতের কাছ থেকে কিছুই শিখতে পারে না,
অথচ এইতো কিছুদিন আগে ভারতে তেল এর দাম বাড়ায়
কংগ্রসের ৬ জন মন্ত্রী পদত্যাগ করে,
ওরা তো দেশপ্রমিকের মুখোশ পড়ে ব্যবসা করে,
আমি কেন ওদের রোষানলে পড়তে যাই ওদের বিরোধিতা করে!!
কারণ ওদের চোখে আমি দেশদ্রহী,
বাংলদেশের মানুষ তো এখন অনেক সুখে আছে কারণ
সবজায়গাতে চাকরি, ব্যবসা সুযোগ-সুবিধ অনাবিল সুখ হয়ে কিলবিল করছে,
চাল, তেল, দাম সহ বেশীর ভাগ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম
রেকর্ড ছুয়েছে বাংলাদেশের ইতিহাসে,
অথচ আমার কৃষক ধানের ন্যায্য মূল্য পায় না,
আমি কেন বুঝি না দেশপ্রমিক নামের ব্যবসার ধরণ,
পাকিস্থানী দালাল বলে গাল খেতে হয় ওদের কাছে,
কারণ আমি টিপাইমুখী বাধ এর বিরোধীতা করি,
ফারাক্কা বাধ এর বিরোধীতা করি,
বাংলাদেশের নদীগুলোকে মরু করণের যে ষড়যন্ত্র করে
ফসলের ক্ষতি করে বাংলাদেশকে তিলে তিলে মেরে ফেলার গভীর ষড়যন্ত্র,
আমি কেন ওদের মতো টাকা খেয়ে ওদের সাথে তাল মিলাই না,
আমি কেন ওদের মতো মেনে নিতে পারি না যে বাংলাদেশের সীমান্তে বি.এস.এফ কর্তৃক
বাংলাদেশীদের মৃত্যু স্বাভাবিক কোন ঘটনা,
আমাদের মন্ত্রীর ভাষায় এটা তো পূর্বেও হয়েছে তাই না!!
আজ আমি দেশদ্রোহী কারণ তোদের কাছে যেটা স্বাভবিক আমার কাছে সেটা অস্বাভাবিক
আমি কেন যে ওদের মতো করে দেখেও দেখি না, শুনেও শুনি না
আমি কেন বুঝি না যে বেডরুম পাহাড়া দেয়া প্রধানমন্ত্রীর কাজ না,
আর কতো টাকা চাই তোদের,
যে টাকার জন্য তাজরীন ফ্যাসনের মতো নিয়ম নীতির তোয়াক্কা না করে আজ লাইসেন্স পায় তোদের ঘরনার ব্যবসায়ীরা
আর তার মূল্য দিতে হয় আমাদের মা-বোনদের জীবনের বিনিময়ে,
তাহেরের ছেলেকে ক্ষমা তো হতেই পারে,
বিকাশের মুক্তি তো হতেই পারে,
কারণ তারা তো দেশপ্রেমিক,
শুধু জান দিতে হয় বিশ্বজিতদের, আমিনুলদের,
আমি আর কতো দেখবো আর কতো শুনবো ,
এই সত্য কথা বলার জন্যই তো আজ আমি
তোদের চোখে রাষ্ট্রদ্রোহী
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




