হবিগঞ্জ পুলিশের একাধিক অফিসার জানিয়েছে, সাতছড়িতে অস্ত্র উদ্ধারের ঘটনাটি পুরোপুরি নাটক!!!
গতকাল বিপুল পরিমানের যে সকল অস্ত্র নিয়ে উদ্ধার দেখিয়েছে র্যাব, তা সেনাবাহিনী ছাড়া অন্য কোনো বাহিনীর কাছে নাই। এসব রীতিমত যুদ্ধাস্ত্র। আর এই নিউজের শুরুতেই বলা হচ্ছে র্যাবের ভাবমুর্তি সংকটের কথা! এ থেকে অনেক প্রশ্ন উঠে আসছে-
➊ র্যাবের ভাবমুর্তি উদ্ধার ও ভারতের মোদী সরকারের সমর্থন লাভের জন্য এ নাটক আয়োজন!
➋ হাসিনা কি বাংলাদেশে আক্রমন করার জন্য ভারতকে উস্কানি দিচ্ছে? র্যাবের মুখ দিয়ে বলিয়ে দেয়া হয়েছে, এসব ভারতের জিনিষ! তার মানে, ভারত চাইলে বাংলাদেশে অভিযান চালাতে পারে! এতকাল সরকার বলে আসছে, এদেশে ভারতীয় জঙ্গীদের কোনো ক্যাম্প নাই। এখন তার কি হবে? এতকাল সেনাবাহিনী বা গোয়েন্দারা যে সব রিপোর্ট দিচ্ছিল, তাদের কি উপায় হবে?
➍ এই বিপুল পরিমান অস্ত্র কেবল বাংলাদেশ ভারতের জন্য চিন্তার বিষয় নয়, বরং সত্যি হলে আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্ন উঠতে পারে। সরকার কি চায় জাতিসংঘ বা অন্য কেউ দেশে আসুক?
➌ সীমান্তের তিন কিলোমিটারের মধ্যে এত অস্ত্র- তবে বিজিবি নামক সংস্থার কাজ কি? র্যাবের সাথে ওটাও তুলে দিতে হবে নাকি?
➎ এ ঘটনাকে সত্যি বলে জনগনকে খাওয়াতে চাইলে দেশে আর সিভিল শাসন থাকে কি করে? এতবড় ঘটনার পরে সারা দেশে সেনাবাহিনী নামিয়ে তল্লাশি করবে নাকি? কোন হিসাবে এত সব অস্ত্র ক্যান্টনমেন্টের বাইরে নেয়া হলো? এগুলো কি লাইভ অস্ত্র নাকি ডামি নাকি অকেজ অস্ত্রপাতি? জেনারেল ইকবাল কি জবাব দিবেন?
➢ জাতি এ সরকারের অনেক নাটক দেখেছে। সরকারের অবস্থা খারাপ হলেই শুরু হয় একটা নতুন নাটক! সাভারে রেশমা নাটক, আল কায়েদার ভুয়া ভিডিও নাটক, কিশোরগঞ্জে সোনালী ব্যাংক ডাকাতির নাটক, বান্দরবানে ৪ বর্মী সৈন্য হত্যার ভূয়া খবর, এবারে মাধবপুরে অস্ত্র উদ্ধার নাটক!
➢ তবে খুবই কাঁচা হাতের কাজ করলো র্যাব! অভিযান শেষ হওয়ার আগেই বলে দিচ্ছে, ২দিন লাগবে, আরো কয়েকগুণ রকেট লঞ্চার, গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, চার্জ আছে। তার মানে কত আনা হইছে বুঝে দেখুন। তদন্তের আগেই র্যাব বলছে, পাশের দেশের অস্ত্র !!!! উদ্দেশ্য পরিস্কার।
গতকাল বিপুল পরিমানের যে সকল অস্ত্র নিয়ে উদ্ধার দেখিয়েছে র্যাব, তা সেনাবাহিনী ছাড়া অন্য কোনো বাহিনীর কাছে নাই। এসব রীতিমত যুদ্ধাস্ত্র। আর এই নিউজের শুরুতেই বলা হচ্ছে র্যাবের ভাবমুর্তি সংকটের কথা! এ থেকে অনেক প্রশ্ন উঠে আসছে-
➊ র্যাবের ভাবমুর্তি উদ্ধার ও ভারতের মোদী সরকারের সমর্থন লাভের জন্য এ নাটক আয়োজন!
➋ হাসিনা কি বাংলাদেশে আক্রমন করার জন্য ভারতকে উস্কানি দিচ্ছে? র্যাবের মুখ দিয়ে বলিয়ে দেয়া হয়েছে, এসব ভারতের জিনিষ! তার মানে, ভারত চাইলে বাংলাদেশে অভিযান চালাতে পারে! এতকাল সরকার বলে আসছে, এদেশে ভারতীয় জঙ্গীদের কোনো ক্যাম্প নাই। এখন তার কি হবে? এতকাল সেনাবাহিনী বা গোয়েন্দারা যে সব রিপোর্ট দিচ্ছিল, তাদের কি উপায় হবে?
➍ এই বিপুল পরিমান অস্ত্র কেবল বাংলাদেশ ভারতের জন্য চিন্তার বিষয় নয়, বরং সত্যি হলে আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্ন উঠতে পারে। সরকার কি চায় জাতিসংঘ বা অন্য কেউ দেশে আসুক?
➌ সীমান্তের তিন কিলোমিটারের মধ্যে এত অস্ত্র- তবে বিজিবি নামক সংস্থার কাজ কি? র্যাবের সাথে ওটাও তুলে দিতে হবে নাকি?
➎ এ ঘটনাকে সত্যি বলে জনগনকে খাওয়াতে চাইলে দেশে আর সিভিল শাসন থাকে কি করে? এতবড় ঘটনার পরে সারা দেশে সেনাবাহিনী নামিয়ে তল্লাশি করবে নাকি? কোন হিসাবে এত সব অস্ত্র ক্যান্টনমেন্টের বাইরে নেয়া হলো? এগুলো কি লাইভ অস্ত্র নাকি ডামি নাকি অকেজ অস্ত্রপাতি? জেনারেল ইকবাল কি জবাব দিবেন?
➢ জাতি এ সরকারের অনেক নাটক দেখেছে। সরকারের অবস্থা খারাপ হলেই শুরু হয় একটা নতুন নাটক! সাভারে রেশমা নাটক, আল কায়েদার ভুয়া ভিডিও নাটক, কিশোরগঞ্জে সোনালী ব্যাংক ডাকাতির নাটক, বান্দরবানে ৪ বর্মী সৈন্য হত্যার ভূয়া খবর, এবারে মাধবপুরে অস্ত্র উদ্ধার নাটক!
➢ তবে খুবই কাঁচা হাতের কাজ করলো র্যাব! অভিযান শেষ হওয়ার আগেই বলে দিচ্ছে, ২দিন লাগবে, আরো কয়েকগুণ রকেট লঞ্চার, গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, চার্জ আছে। তার মানে কত আনা হইছে বুঝে দেখুন। তদন্তের আগেই র্যাব বলছে, পাশের দেশের অস্ত্র !!!! উদ্দেশ্য পরিস্কার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




