হাই, কেমন আছেন সবাই? ভাল... ওকে...
একটা সমস্যায় পড়ে ছুটে আসলাম আপনাদের কাছে।সমস্যাটা হচ্ছে আমার ল্যাপটপের(Toshiba Dynabook Satellite 1800) ইউএসবি পোর্ট মাঝে মাঝে ডিজেবল হয়ে পড়ে।এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে।পেনড্রাইভ ইউজ করলে প্রবলেম হয় না,তবে একসাথে দুইটা পোর্টই ইউজ করলে কয়েক সেকেন্ডের মধ্যে একটা পোর্ট ডিজেবল হয়ে যায়
তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় ডাটা-কেবল দিয়ে মোবাইল(O2 xda atom) কানেক্ট করলে।ডাটা ট্রান্সফার করতে গেলে ইউএসবি ডিজেবল হয়ে যায়,ডাটা কেবল কানেক্টেড অবস্থায় মোবাইলে কল আসলে / মোবাইল একটু ঘাটাঘাটি করতে গেলে /কল করতে গেলে(ইত্যাদি) ইউএসবি ডিজেবল হয়ে যায়
মোবাইলের এই সমস্যা অন্য পিসিতে কানেক্ট করলে হয় না।
মোবাইলের চার্জারটা আমার ছোট্ট ভাতিজা কামড়ে নষ্ট করে দিয়েছে
যা হোক অনেক বকবক করলাম......, এখন কেউ যদি আমার এই সমস্যা সলভ করে দিতে পারেন তবে অনেক খুশি হইতাম
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



