![]()
1 মন যখন ছুটে যায়
ভালবেসে তোমারি তরে,
ইচ্ছে হয় তোমায় একটু
গরম করি আদরে আদরে।
2 হাতের আদর পাচ্ছনা তুমি
আজ আমি দূরে আছি তাই,
মনের আদর পাচ্ছ ঠিকই
আমার মনের গভীর সীমানায়।
3 আমার মনের সীমানায় খুব যতনে
করতে চাই তোমায় লালন পালন,
প্রতিদানে আমি শুধু চাই
তোমার ভালবাসা ভরা মন।
4 তোমার আমার ভালবাসা যদি মিলে মিশে হয় আন্তরিক,
আমাদের স্বপ্ন গুলো এক দিন
সুন্দর লক্ষ্যে পৌঁছে যাবে ঠিক।
5 ভালো কিছু অর্জন করতে গেলে
প্রথমে চাই দৃঢ় ভালবাসা,
দৃঢ় ভাবে ভালবাসতে পারলেই
মন খূঁজে পাবে আনন্দের ভাষা।
6 আনন্দে থাকবোনা কেন আমরা
ভালবাসা দেয়া নেয়ার সুযোগ পেয়েও?
দিও আমি যা চাই তা সাথে
আমার কাছে তুমি কিছু খূঁজে নিও।
7 দেওয়া নেওয়ার মাঝে ভারাবো
মন তুমি আমি সময়ের সাথে সাথে,
আমি চেয়ে থাকি এই মন
ভরিয়ে দেবে তুমি কবে সুখের স্রোতে।
8 আমার চাওয়া তুমি বুঝলেই
পাব আমি এ গরমে সুখের ঠান্ডা শরবত,
লেখাটা পড়ে জানিয়ে দিও
তোমার মনের মূল্যবান মতামত।।
,................
চিঠি পড়ে বউ আমার তার মতামত জানাতে অনিচ্ছুক, সে মতামত জানাবেনা! আমি পড়ে গেলাম অসস্তিতে, যা আমাকে তিলেতিলে মানসিক পিড়া দিচ্ছে! আমার বউকে বুঝাতে পারছি না! মনে হতে লাগলো আমার চাওয়া গুলোতে তার মনের মিল নেই!! নিজেকে মনে হলো অসহায় ভালোবাসা না পাওয়া এক কিটপতঙ্গ, সময় গুলো যেন কাটেনা পাইচারি করতে থাকি এদিকে ওদিকে! সময় যায় অপেক্ষা করতে থাকি মিনিট যায়, ঘন্টা যায়, রাত কেটে সকল হলো, এলো বউ এর মিসকল "
মনে যেন অভিমানের পাহাড় কল করব কি করবনা!
মিসকল আসতে থাকে দেখতে থাকি মোবাইলের দিকে, ভালোবাসা ভরা মন কেঁদে উটে!!
ভালোবাসার স্রোতে এসে অভিমানের আগুন সহজেই নিভিয়ে দিল!
.
.
.
.
.
.
বউয়ের মোবাইলে কল করলাম যা শুনলাম.............
বলতে চাইনা....
এক কথায় অসাধারন সুখে মনটা ভরে গেল!!
বি : আমি প্রবাসী
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




