এই মুহূর্তে যেগুলো মনে এসেছে–
১. বিবাহিত মেয়ের নাকে নাকফুল না থাকলে স্বামী মারা যায় [এজন্যই পশ্চিমা মেয়েদের বেশিরভাগের স্বামী নেই
২. যাত্রাপথে ঝাড়ু দেখলে বা হোঁচট খেলে যাত্রা অশুভ। এক্ষেত্রে ঘরে ফিরে এসে একটু বসে বা পানি খেয়ে আবার যাত্রা করতে হবে।
৩. ইঁদুর/সাপ/কাকড়ার গর্তে ন্যাপকিন রেখে এলে সাইকেলের ব্যথা বন্ধ হয়।
৪. বালিশের ওপর বসলে ঘাড় ব্যথা করে।
৫. পিঁপড়া খেলে তাড়াতাড়ি সাঁতার শেখা যায়।
৬. জমজ কলা খেলে জমজ সন্তান হয়। [দোকানদার বুড়ো আমাদের কাছে জমজ কলা বেচতোই না।]
৭. হাঁড়িতে চুন-কালি দিয়ে মুখোশ এঁকে ঝুলিয়ে রাখলে গাছে নজর লাগে না।
৮. গরুর মাথা ঘরের/বাড়ির সামনে ঝুলিয়ে রাখলে দুষ্ট জিন-শয়তান আসার সাহস পায় না।
৯. বিড়ালের পা ধরে মাফ চাইলে প্রসব বেদনা লাঘব হয়।
কারো কাছে সংকলন/লিংক/সংগ্রহ থাকলে জানাবেন। আপনাদের যেগুলো জানা আছে সেগুলো যোগ করুন।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





