অনেকের ধারণা বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র ভাষাগোষ্ঠীগুলোর ভাষা হয়তো এ দেশ থেকে হারিয়ে যাবে চিরকালের মতো। অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিল, ক্রমশ এদেশের প্রান্তিক ভাষা গুলো তলিয়ে যাবে কালের অতল গহ্বরে। কেউ কেউ এক কদম বাড়িয়ে বলেছিল, আজকের এই মার্কেট ইকোনোমি - গ্লোবালাইজেশনের যুগে এইসব ভাষাগোষ্ঠীগুলোর ভাষা-সংস্কৃতি বাচাঁনো কোনভাবেই সম্ভব নয়।
আর আমরা আশা ছেড়ে, হাল ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকি চুপ চাপ। আমাদের আকাংখা- ইশ্বর প্রেরিত হোয়াইট ম্যানরা আসবে, গবেষনা করবে, সার্ভে করবে, কর্মকৌশল ঠিক করে দেবে, ভিক্ষা দেবে, মেপে মেপে চাল দিবে-ডাল দিবে-পরনের কাপড় দিবে, স্কুল বানিয়ে দেবে, আমাদের মুখের ভাষা কিভাবে সংরক্ষণ করতে হবে শিখিয়ে দেবে, তারপর আমরা কেউ কেউ -----
কিন্তু না! আমরা সবাই এখনো পঁচে যাইনি, নষ্ট হয়ে যাইনি এখনো, কিছু কিছু লোক ঠিক ঠিক উঠে দাঁড়াবে যথা সময়ে, আপ্রাণ চেষ্টা করবে সঠিক কাজটি করার। এবং আমরা বিশ্বাস ফিরে পাবো আমাদের বিশ্বাসে, নির্ভর করতে পারবো আপন মেধা-বিদ্বা-বুদ্ধিতে। চলতে পারবো নিজের পায়ে, শিখে নেবো নিজের মতো করে বেঁচে থাকার।
এভাবেই আমরা অর্জন করবো আমাদের লক্ষ্যেকে, স্ব স্ব ভাষা - সংস্কৃতি রক্ষা করে পৌছাবো উন্নতির চরম শিখরে। কোন ভাবে অন্যের শেখানো বুলি কিংবা নিজের আত্মাকে বিকিয়ে উন্নয়নের পর্বতশৃঙ্গে আরোহন করবো না।
তবেই না বেঁচে থাকবে এদেশের প্রত্যেকটি ভাষা-সংস্কৃতি স্ব স্ব মহিমায়, আমরা যদি আন্তরিক ভাবে চাই এবং প্রয়োজনীয় কাজ গুলো যদি শুরু করি।
আর আমরা যদি অবহেলা করি এসব একেকটা জঞ্জাল বলে, কিংবা কোথাকার কে এসে রক্ষা করবে বলে তবে নিশ্চিত শুধু ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা-সংস্কৃতিই নয় পুরো এদেশও তলিয়ে যাবে কালের অতল গহ্বরে, হয়তো হারিয়ে যাবে এই বঙ্গোপোসাগরে একটা ``চর`` হয়ে।
দেখুন মণিপুরী ভাষা নিয়ে পোষ্ট---
Click This Link
আর ১৯৯৯৩-৯৪ সালে লেখা আমার একটি কবিতার বাংলা অনুবাদ দেয়া হলো (ধন্যবাদ মাইবম সাধন- ব্লগে কবিতা পোষ্ট দেয়ার জন্য), তবে অনুজ কন্থৌজম সুরঞ্জিত্ কে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না।
তৃতীয় বিশ্বের শীর্ণ গরু
(থার্ড ওয়াল্ডগী ষন য়াঙ্গংবী)
হামোম প্রমোদ
এশিয়ার নাড়ার উপর মূমূর্ষু দাঁড়িয়ে
আফ্রিকার চৌচির মাঠে নেতিয়ে পড়ে আছে
তৃতীয় বিশ্বের হা-ভাতে শীর্ণ গরু
হিংসা ঈর্ষা অভাব নিয়ে
অসহায় চেয়ে থাকা ছাড়া
বলতেও পারে না হায় ডাকতেও পারে না
শুকনো নাড়া ছাড়া সব ধান কেটে নিয়ে
দম্ভ দেখাচ্ছো পশ্চিমা শাদা প্রাণী।
ঘাসহীন ধুলোবালির ওপর
পূর্ণ খুঁটা পোঁতা
সাত হাত দড়িতে বেধেঁ
উচ্ছিষ্ট নাড়ার রিলিফ...
গলায় দড়ি, পায়ে শিকল, খেলছো ভালো।
চাও কি তুমি
শুকনো চামড়া
শুভ্র দুধ, নাকি মাংস ছাড়া দেহ ?
তৃতীয় বিশ্বের শীর্ণ গরুর শব্দহীন প্রশ্নগুলো
অশ্রু হয়ে ঝরে
কেউ তা দেখে না।
[অনুবাদ - কন্থৌজম সুরঞ্জিত]
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





