চাইলেই ভালোবাসার প্রতি নিষেধাজ্ঞা জারি করতে পারো।
চাইলেই পারো বলতে অদিব্য এবার মরো!
সে অধিকার তুমি রাখো,প্রিয়তমা।
ঐ আঁখির এক ইশারাই পারে অমাবস্যাকে পূর্ণিমায় বদলাতে!
হে আমার দেবী,পূজারিকে করুণা সিক্ত করো।
পরাগায়ন হয়না এক মহাকাল হলো-
থাক না অমাবস্যা,ভিজে শ্রান্ত হই চলো!
মাতাল আকাশের দুই কূলে নখের আঁচড়ে সুখ এঁকে,
প্রেমে ভেজা উচল মাটির ঘ্রাণ নেইনা সহস্রাব্দ হয়ে গেলো!
চাই কি মনভাঙ্গানিয়া জানো?
তোমার এলো চুলে ভর করুক মহকি জোছনা
আর-
পথহারা জোনাকীরা আছে যতো!
শরদিন্দুও দ্বিধান্বিত,উঠবে কি করে বলো?
যদি কাছে এসে পলকে সরে করো চুমকুড়ি!
হে কল্পিত কমলিনী সাঁচি আশনা আমি!
আজ এ অমাবস্যায় হৃদয় মন্দিরে এসে
আবাঁধা চুল জমিনে লুটায়ে পূর্ণ করো অবৈধ ইরাদা যত!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


