অফিস থেকে বাসায় ফিরেই বউ এর মুখে শুনলাম মজার কাহিনী। মোবাইলে নাকি কি গায়েবী কল আসতাসে আর ধরলেই নাকি মানুষ মারা যাইতাছে। খিক খিক। আমি তো হাসতে হাসতে পেট ফাটার জোগাড়। বউরে কই, চিন্তা কইরো না, আফিফের ব্যাটা আর বেটির পোলা মাইয়া না দেইখা আমি যাইতাছি না।
মিথ্যা কথা এরকম সত্যির মত করে প্রচার করা কে ইন্টারনেটের পরিভাষায় হোক্স (HOAX)বলা হয়। হোক্স সম্বন্ধে জানার জন্য উইকিপিডিয়ায় দেখুন। আর কেউ আতংকিত হয়ে আপনাকে ফোন করলে বুঝিয়ে বলুন এটা একটা হোক্স, একটা ফাজলামী, বুঝিয়ে আশ্বস্ত করুন।
আমার আবার হাসি আসতাছে, ওহ হো হো হো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




