শরীফ এ কাফীঃ
ব্লগে প্রচুর নিরযাতনের সত্য ঘটনা নিয়ে লেখালেখি হয়।আমরা শুধু সেইসব ব্লগে কমেন্ট করে সমবেদনা জানিয়ে আসি- এর বেশি কিছু করতে পারি না। ব্যতিক্রম শরীফ এ কাফী। তিনি আমাদের এলাকার এই নিরযাতনের খবরে আন্তরিক ভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। তার সাহায্য সহযোগিতা না পেলে হয়ত আজ নিরযাতিত পারিবারকেই কারাবরন করতে হত। প্রতিহিংসা পরায়ন কিছু ব্লগারের আক্রমনের কারনে তিনি আর এই ব্লগে আসেন না।
অমি রহমান পিয়ালঃ
দেশের খ্যাতনামা পত্রিকা, ম্যগাজিনের চোখ এড়িয়ে গেছে এমনসব
মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে ব্লগ লিখতেন । নতুন প্রজন্মমের যেসব ব্লগার
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ব্লগে ঝড় তুলেন তিনি তাদের পথিকৃত।
সামু ব্লগ কত্তৃপক্ষের সাথে রাজাকার কামারুজ্জামানের ছেলে ওয়ামীর
বৈঠক করা নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি সামু ব্লগ ত্যাগ করেন।
রাজিব খানঃ
ব্লগে যারা হাতি-ঘোড়া না মেরে শুধুই মজা করতে আসেন তিনি তাদের অন্যতম।অল্পকয়দিনে মজার মজার লেখা দিয়ে নিজের কিছু ভক্ত জুটিয়ে ফেলেন। আমিও তাদের অন্যতম। কিন্তু হঠাত করেই এক ঠুনকো কারনে এই ব্লগ ত্যাগ করেন।
লালসালুঃ
সমসাময়িক ঘটনা নিয়ে তার লেখা ছড়া বা কোবতে গুলো আমার কাছে
সুকুমার রায়ের ছড়ার মত তীক্ষন ক্ষুরদার মনে হয় । তার অনেক
ব্লগেই আমিও কোবতের ভাষায়ই প্রতিক্রিয়া জানাতাম। অনেকের ছাগু
গালাগালিতে অতিষ্ট হয়ে তিনি এই ব্লগ ত্যাগ করেন। আমারও কোবতে লেখার চর্চার ইতি ঘটে।
লোমান
আমার স্কুলের বড় ভাই। এই ব্লগে নিয়মিত একজন প্রবাসী ব্লগার।তার বেশির ভাগ লেখাই আমার কাছে দেশপ্রেম আর মানবতা বাদী বলে মনে হয় । কিন্তু হঠাত করেই তিনি কিছু লেখা দিয়ে থাকেন বা কমেন্ট করে থাকেন যা মানবতাবাদী অপরাধীদের পক্ষে যায়। তেমনি একটি লেখায় তিনি সাকার পক্ষ নিয়ে ব্লগ লিখেন । আর যায় কোথায়? ফলস্বরুপ স্থগিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




