এডখান দেখিয়া খালি চিন্তা লাগেঃ
১. মেয়েটা ঐখানে খাম্বাটার উপরে উঠলো কেমনে?
২. ঠিক মতো নামছে পারছে তো? নামার সময় হাতে পায়ে ব্যথা পায় নাই তো?
৩. বাতাস নাই কিন্তু সবকিছু উড়তেছে কেমনে?
৪. আহারে আমিও যদি এইরকম উড়াল দিতে পারতাম?
৫. ঠিকানা পাইলে বহুদূর চলে যাইতাম
৬. পাশ দিয়ে উড়ে যাওয়া পাখির সাথে পার্থক্য নাই, পাখি হইলে তো এই মনুষ্য পাখিটার ডানায় এসে কিছুক্ষন রেস্ট নিতাম
৭. ছবির বাম দিক থেকে ৪'' ডানে, ডান দিক থেকে ৫.৫'' বামে , উপর থেকে পৌনে ১'' নিচে আর নিচ থেকে ২'' উপরের স্থানের দিকে তাকালে একটু একটু শরম লাগে (স্কেল দিয়ে মেপে লন, আর কইতে পারমু না)
৮. ইশ! এক পা দিয়ে খাম্বাটার উপরে দাড়াইয়া কষ্ট করতেছে পরে গিয়ে মাথা ফাটে নাই তো?
৯. খাম্বটা পুরাই ধন্য, সারাদেশ উহাকে সহ খাম্বাকে দেখতেছে। খাম্বা হইলেও লাভ আছিলো
১০. খাম্বার উপরে দাড়িয়ে কুতকুত খেলার মজাই অন্যরকম।
১১. তালগাছ একপায়ে দাড়িয়ে, উকি মারে আকাশে .......... কবিতার শ্রেষ্ঠ উদাহরন।
আরে মিয়ারা আমার মতো আপনারাও যে চিন্তা করা শুরু করছেন.... একটু অফ যান। চোখ নিচে নামান।
এমনি এমনি কি আর গবেষনা করছি নাকি ?
যখনই রাস্তা দিয়ে চলি তখনই খালি এডটার প্রতি চোখ চলে যায়। ফ্লাইওভার নামাতে গিয়ে চোখে লাগে। কি করার আছে বলেন.......? চোখকে তো আর মানিয়ে রাখা যায় না। আর যেভাবে হাত বাড়িয়ে ডাকছে তাতে ...................................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



